মামদানির জন্য পারিবারিক সংবর্ধনা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৪ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

নিউইয়র্ক সিটির একজন বাংলাদেশির বাড়িতে অনুষ্ঠিত হলো ডেমোক্র্যাটিক মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির সংবর্ধনা ও মতবিনিময় সভা। বাংলাদেশি ব্যবসায়ী মনিরুল ইসলাম মঞ্জুর জামাইকাস্থ বাসভবনের লিভিংরুমে ১৮ জুলাই শুক্রবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির সিলেকটেড আমন্ত্রিত ব্যক্তিরা অংশ নেন। এতে মামদানি সহ পাবলিক অ্যাডভোকেট পদপ্রার্র্থী জুমানি উইলিয়ামসও উপস্থিত ছিলেন। সভায় অতিথিদের পরিচয় করিয়ে দেন স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভালো’-এর প্রধান শাহরিয়ার রহমান। এতে উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আরমান হোসেন, ফার্মাসিস্ট মোহাম্মদ কবীর, ডা. শামীম আহমেদ, ক্রিস্টিনা পারভিন, আক্তার রহমান টিপু, ফখরুল ইসলাম দেলোয়ার, ডা. মাসুম কাদের, ডা. সাবরি, সালমা হক, দন্ত চিকিৎসক সিদ্দিকী, ডা. নাজমুল, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন ব্যবসায়ী মনিরুল ইসলাম মঞ্জু। বাংলাদেশিদের পক্ষ থেকে জোহরান মামদানি ও জুমানি উইলিয়ামসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মঞ্জু ও আরমান পরিবার। মূলধারার আমেরিকান রাজনীতিবিদদের বাংলাদেশি ব্যবসায়ীদের বাসাবাড়িতে আতিথেয়তা গ্রহণ নতুন নয়। ফান্ড সংগ্রহ সহ পারিবারিক আতিথেয়তা তারা গ্রহণ করেছেন। নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক এডামস একাধিক বাংলাদেশির বাসায় গিয়ে আতিথেয়তা নেন। সংগ্রহ করেছেন নির্বাচনী তহবিল।