রোববার   ২৭ জুলাই ২০২৫   শ্রাবণ ১১ ১৪৩২   ০১ সফর ১৪৪৭

মামদানির বিজয় উৎসব জ্যামাইকায়

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৮ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার


   
 
ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানির বিজয় উৎসব অনুষ্ঠিত হলো কুইন্সের জামাইকায়।  গত ২৪ জনু অনুষ্ঠিত প্রাইমারিতে তিনি বিপুল ভোটের ব্যবধানে ধরাশায়ী করেন ডেমোক্রেট দলীয় জাদরেল নেতা নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে। মাত্র ৩৩ বছর বয়সী মুসলিম এই তরুণ আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ছাড়াও লড়বেন নিজ দল ত্যাগী বিদ্রোহীদের বিরুদ্ধে।

 

 

জোহরান মামদানির বিজয়ের এক মাস গত হতে চললেও এখনও তার বিজয় উৎসব চলছে বিভিন্ন কমিউনিটিতে। এরই অংশ হিসেবে গত ২২ জুলাই বিকেলে জ্যামাইকা কমিউনিটির সাথে বিজয় উৎসব আয়োজন করেন ড্রাম বিটস। অলাভজনক এই সংগঠনটির অন্যতম পরিচালক বাংলাদেশি আমেরিকান কাজী ফৌজিয়া ছিলেন উৎসবের আয়োজক।

স্থানীয় হিলসাইড এভিনিউর ১৭৩-১৭৫ স্ট্রিটস্থ পার্কে আয়োজিত এই আনন্দ উৎসবে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জোহরান মামদানির পক্ষে শ্লোগানে শ্লোগানে তারা মুখরিত করে তুলেন গোটা এলাকা।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফকরুল ইসলাম দেলোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন কমিউনিটির পলিটিক্যাল অ্যাক্টিভিস্টগণ। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফখরুল আলম, আহসান হাবীব, মো.শহীদুল্লাহ, কাজী ফৌজিয়া, জে. মোল্লা সানি, মো. জাহাঙ্গীর, ফাহাদ আহমেদ, জিল্লুর রহমান, ইমরান আনসারি ও সৈয়দ আল আমীন রাসেল । বক্তাগণ ৪ নভেম্বরের নির্বাচনে মামদানিকে সিটির মেয়রপদে নির্বাচিত করার জন্য ব্যাপক প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য প্রতটি ঘরে গিয়ে মামদানির পক্ষে কাজ করার আহ্বান জানান সবাই। ফকরুল ইসলাম দেলোয়ার মামদানিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।