মন্তব্য প্র্র্রতিবেদন
গদি উল্টাবার কথা ইউনূসও ভাবছেন না!
আনিস আলমগীর
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৮ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

ক্রাইসিসে পড়লে ড. ইউনূস বিএনপি-জামাতকে মনে করেন। সুযোগ বুঝে তার নিয়োগকর্তাদের দল এনসিপিকেও দাওয়াত ভুলে যান না।যদিও এ দলটি এখন আইনগত স্বীকৃতি ও নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন পায়নি। এটা খুবই ভালো লক্ষণ। যেকোনো সংকটে সবার মতামত নিয়ে আগাতে হয়। কিন্তু ইউনূস সাহেবের সেটা মনে পড়ে শুধু তখনই, যখন তার গদি নিয়ে টানাটানি হয়। রাস্তায় স্লোগান ওঠে।
যে সুযোগ আল্লাহ ড. ইউনূসকে দিয়েছিলেন। তিনি তা মিসইউজ করেছেন। জন্ম থেকেই ঘৃণা ও বিদ্বেষে জর্জরিত বাংলাদেশি নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক ঐতিহাসিক সুযোগ তার হাতে ছিল। কিন্তু সেটাকে তিনি নিজেই নস্যাৎ করেছেন। মব বাহিনী গড়ে তুলে জাতির কপালে নতুন করে দুঃখ ডেকে এনেছেন।
ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। শিক্ষা সংকটে, আইনশৃঙ্খলার কোনো তোয়াক্কা নেই। সরকার কে চালায়, সেটাই জাতি বোঝে না। আসল ক্ষমতায় কে-বিএনপি, না জামাত? নাকি ড. ইউনূস নিজেই, আর তার স্নেহধন্য এনসিপি?
আওয়ামী লীগ এই দেশের ক্ষমতায় না থাকলে অনেকের কিছু যায় আসে না। কিন্তু ৫ আগস্টের পর থেকে তিনি যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ বিবেচনা না করে নির্বিচারে নির্যাতন চালাচ্ছেন, মব সন্ত্রাস দিয়ে সর্বমহলে আতঙ্ক সৃষ্টি করছেন, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপর আঘাত এনেছেন-তাতে জাতি আরও টুকরো টুকরো হয়ে গেছে। ফলে শেখ হাসিনার সরকারের নানান অপকর্মের পরও এখন মানুষ বলাবলি শুরু করেছে-আওয়ামী লীগই বরং ভালো ছিল। আর মুক্তিযুদ্ধের একমাত্র ধারক ও বাহক হচ্ছে তারাই। বিএনপি, বাম কিংবা অন্যরা নয়।
আমি হতাশ-চরম হতাশ। এই জাতি ’৭১ দিয়ে পারেনি, ’৯০ দিয়েও পারেনি, এমনকি ২০২৪ দিয়েও নিজেদের জীবনে কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি।
এখন আবার যদি কেউ আন্দোলনের স্বপ্ন দেখে, আবার যদি কেউ অভ্যুত্থান বা বিপ্লব প্রত্যাশা করে-তবে বুঝে রাখা ভালো। মানুষ আর স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামবে না।
বাঙালি জাতি বারবার দেখেছে-ক্ষমতায় যারা যায়, তারা ভুলে যায় গদি চিরস্থায়ী নয়। কার কখন গদি উল্টে যায়, কেউ জানে না। শেখ হাসিনাও সেটা ভাবেননি। দুর্ভাগ্যজনকভাবে, ড. ইউনূসও ভাবছেন না।