শনিবার   ২৬ জুলাই ২০২৫   শ্রাবণ ১১ ১৪৩২   ৩০ মুহররম ১৪৪৭

ইউক্রেনে ৩২২ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৭ এএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সাঁজোয়া যুদ্ধযান সক্ষমতা জোরদারে ৩২২ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

এএফপির প্রতিবেদন অনুসারে, চলতি মাসের শুরুতে ওয়াশিংটন সাময়িকভাবে ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করে দেয়। এ সময় রাশিয়ার ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে কিয়েভ। এরপরই এই অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র।

 

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, এ বিক্রির আওতায় হক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও এর রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হবে সর্বোচ্চ ১৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং ব্র্যাডলি ইনফ্যানট্রি ফাইটিং ভেহিকেলের সরঞ্জাম ও সেবা বাবদ ব্যয় হবে আরও ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।

 

ডিএসসিএ এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত সরঞ্জাম বিক্রি ইউক্রেনকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এটি আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের আত্মরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা মিশন পরিচালনার ক্ষমতাকে উন্নত করবে।

 

বিবৃতিতে বলা হয়, ব্র্যাডলি সরঞ্জাম ও সেবা ইউক্রেনের জরুরি প্রয়োজনে সহায়তা করবে, যা যুক্তরাষ্ট্র সরবরাহকৃত যানবাহন ও অস্ত্র ব্যবস্থাগুলোর উচ্চমাত্রায় কার্যকারিতা ধরে রাখতে স্থানীয় রক্ষণাবেক্ষণ সক্ষমতা জোরদার করবে।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ এ বিষয়ে মার্কিন কংগ্রেসে প্রয়োজনীয় নোটিফিকেশন পাঠিয়েছে। তবে চূড়ান্ত বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন এখনো বাকি।

 

এই অস্ত্র বিক্রির আগে গত মে মাসের শুরুর দিকে ইউক্রেনে এফ-১৬ প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ বাবদ ৩১০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের আরেকটি বিক্রির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।