ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে নতুন আইন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৮ এএম, ২১ জুলাই ২০২৫ সোমবার

শুক্রবার (১৮ জুলাই) এ সম্পর্কিত বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিকে ক্রিপ্টো খাত সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি। এর আগে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাস করেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। যা এই শিল্পের জন্য একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। এদিকে বিলটি পাসের ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রাবাজারের শীর্ষ কারেন্সি বিটকয়েনের দাম কিছুটা বেড়েছে। মুদ্রাটি এখন ১ লাখ ১৯ হাজার ডলারে কেনাবেঁচা হচ্ছে।
কয়েনমার্কেটক্যাপ-এর তথ্য অনুযায়ী, গত সোমবার (১৪ জুলাই) বিটকয়েনের মূল্য দাঁড়ায় ১ লাখ ২৩ হাজার ডলার ছাড়িয়ে যায়। এর ফলে বিটকয়েনের বাজার মূলধন দাঁড়ায় ২.৪ ট্রিলিয়ন ডলারে। তবে মঙ্গলবারই (১৫ জুলাই) বিটকয়েনের দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। ফলে মুদ্রার দাম কমে প্রায় ১ লাখ ১৭ হাজারের নিচে চলে আসে। বছরের পর বছর ধরে ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণের জন্য কংগ্রেসে লবিং করে আসছেন অনেকেই। একই সঙ্গে গত বছরের নির্বাচনে ক্রিপ্টোর পক্ষে রয়েছেন এমন কয়েক জন প্রার্থীর জন্যও প্রচারণা চালাতে কোটি কোটি ডলার খরচ করেছেন তারা, যাদের মধ্যে ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প।
বিলটিতে স্টেবলকয়েন নামে পরিচিত এক ধরনের ক্রিপ্টোকারেন্সির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্টেবলকয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা, যেটি সাধারণত নগদ অর্থ জমা রাখার জন্য বা অন্য ক্রিপ্টোকারেন্সি কেনার কাজে ব্যবহৃত হয়। এসব কয়েনের পেছনে সরকারি বন্ড, যেমন- ইউএস ট্রেজারি দিয়ে মূল্য নিশ্চিত করা থাকে। যেমন, প্রতি ১টি স্টেবলকয়েনের পেছনে ১ ডলার বা সমপরিমাণ সরকারি মুদ্রা রাখা থাকে। শুক্রবার এ বিলটিতে স্বাক্ষরের পর ট্রাম্প এই খাত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, এ বিল তাদের কঠোর পরিশ্রম ও অগ্রণী মনোভাবের একটি বড় স্বীকৃতি। এটি মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের জন্য ভালো। জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত এ বিলটি ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থিত তিনটি ক্রিপ্টোকারেন্সি আইনের মধ্যে একটি। জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত স্টেবলকয়েন বিল এবং ক্ল্যারিটি অ্যাক্ট নামে পরিচিত ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার বিল, উভয়ই উল্লেখযোগ্য দ্বিদলীয় সমর্থন পেয়েছে।