ট্রাম্পের পাকিস্তান সফর নিয়ে মিডিয়া গরম
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৫ এএম, ১৯ জুলাই ২০২৫ শনিবার

নোবেল শান্তি পুরস্কারের জন্য ইতোমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছে পাকিস্তান। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তান সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি এখন নতুন খবর। এতে ভারত সরকার নড়েচড়ে বসেছে। চারদিকে খোঁজ খবর নিচ্ছেন তারা। আগামী সেপ্টেম্বরেই ইসলামাবাদ সফরে যেতে পারেন ট্রাম্প। ওয়াকিবহাল সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে পাকিস্তানের দু’টি সংবাদমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্সও তা প্রকাশ করেছে। যদিও সরকারিভাবে এই সফরের বিষয়ে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।
ট্রাম্প পাকিস্তান সফরে গেলে, প্রায় দুই দশকে এটিই হবে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের ইসলামাবাদ সফর। এর আগে ২০০৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানে গিয়েছিলেন। ট্রাম্পের আমেরিকা সফরের বিষয়ে ইসলামাবাদের কর্তারাও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই নিয়ে তাঁর কোন কিছু জানা নেই। তবে পাকিস্তানের ওই সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে, সেপ্টেম্বরে ইসলামাবাদ সফরের পরে তিনি ভারত সফরে যেতেও পারেন।
সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর দাবি, তিনিই ব্যবসার কথা বলে দু’দেশের মধ্যে সংঘর্ষ থামিয়ে দিয়েছেন।