শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

টিপস ও ওভারটাইমে ট্যাক্স নেই

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১০ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার


 
টিপস ও ওভারটাইম আয়ে বছরে সর্বোচ্চ সাড়ে ৩৭ হাজার ডলার পর্যন্ত ট্যাক্স ছাড় দেয়া হবে। এ সংক্রান্ত আইনে স্বাক্ষরের করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি  একে ‘একটি বিশাল, দৃষ্টিনন্দন বিল’ হিসেবে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থবিলে মধ্যবিত্ত ও খণ্ডকালীন শ্রমজীবীদের জন্য বড় ধরনের কর ছাড় ঘোষণা করা হয়েছে। বিলটি অনুযায়ী, করদাতারা এখন থেকে বছরে সর্বোচ্চ ২৫ হাজার ডলার পর্যন্ত বকশিশ (টিপস) এবং সাড়ে ১২ হাজার ডলার পর্যন্ত অতিরিক্ত সময়ের আয় (ওভারটাইম) করমুক্ত হিসেবে ঘোষণা করতে পারবেন। এই করছাড় মূলত খাবার সরবরাহ, রেস্টুরেন্ট, বার, হোটেল, ট্যাক্সি ড্রাইভার, ও খুচরা বিক্রেতা খাতে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষভাবে উপকারী হবে। কারণ এই খাতে কর্মরতরা প্রায়শই বকশিশ ও অতিরিক্ত সময়ের আয়ের ওপর নির্ভরশীল। ২০২৫ কর বর্ষ থেকেই এই সুবিধা কার্যকর হবে এবং ২০২৮ সাল পর্যন্ত বলবৎ থাকবে। তবে উচ্চ আয়ের করদাতারা ধাপে ধাপে এই সুবিধা থেকে বাদ পড়বেন। অর্থাৎ নির্ধারিত একটি আয়সীমার ওপর যাদের বার্ষিক আয়, তারা পুরো কর ছাড়টি উপভোগ করতে পারবেন না। বর্তমানে ট্যাক্স প্রদান অব্যাহত রাখতে হবে। বছর শেষে ট্যাক্স রিটার্ন হিসেবে এই অর্থ ট্যাক্সদাতারা ফেরত পাবেন।