বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৪ মুহররম ১৪৪৭

যুদ্ধবিরতি চুক্তি হলে গাজায় আর যুদ্ধ শুরু হতে দেবে না যুক্তরাষ্ট্

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১২ এএম, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হলেও দখলদার ইসরায়েলকে গাজায় আর যুদ্ধ শুরু করতে দেওয়া হবে না বলে মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে অস্থায়ী যে যুদ্ধবিরতি চুক্তি হবে সেটিতে ইসরায়েলকে যুদ্ধ শুরুর ক্ষমতা দেওয়া থাকবে।

দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারকে জানিয়েছে, যদিও চুক্তিতে যুদ্ধ শুরুর ধারা থাকবে। কিন্ত ৬০ দিনের মেয়াদ শেষ হলেও আর যুদ্ধ শুরু হবে না।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি বুধবা (৯ জুলাই) জানিয়েছেন, হামাস যেন স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা সিরিয়াসলি করে সেজন্য যুদ্ধ শুরুর একটি ধারা রাখা হবে।

এছাড়া অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতির কথা থাকলে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পতন ঘটতে পারে। এমন আশঙ্কা থেকেও এ ধারা রাখা হচ্ছে।

তবে দখলদার নেতানিয়াহু হুমকি দিয়েছেন, ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যদি হামাস অস্ত্রসমর্পণ না করে, গাজা থেকে তাদের নেতারা চলে না যায় এবং সরকারের দায়িত্ব না ছাড়ে তাহলে ইসরায়েল ফের যুদ্ধ শুরু করবে।

এছাড়া গাজার মানুষকে অন্যত্র সরানোর পরিকল্পনাও করছে দখলদার ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল