বিদেশে পাঠানো রেমিট্যান্সের ওপর ১ শতাংশ কর আরোপ যুক্তরাষ্ট্রের
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৬ এএম, ৭ জুলাই ২০২৫ সোমবার

মার্কিন কংগ্রেস পাস হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিলের আওতায় বিদেশে পাঠানো রেমিট্যান্সের ওপর ১ শতাংশ কর আরোপ করা হয়েছে। এই কর ৪ জুলাই থেকে কার্যকর হয়েছে। এই আইনটি মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন প্রবাসী কর্মী ও স্থায়ী বাসিন্দাদের লক্ষ্য করে প্রণীত হয়েছে।
আইন অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন কিন্তু মার্কিন নাগরিক নন, যেমন গ্রিন কার্ডধারী এবং এইচ-১বি, এইচ-২এ ভিসাধারী কর্মীরা বিদেশে অর্থ প্রেরণের সময় এই কর পরিশোধ করতে বাধ্য হবেন। তবে এই করের কিছু ছাড় রয়েছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে পাঠানো রেমিট্যান্স এবং যুক্তরাষ্ট্রে ইস্যু করা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রেরিত অর্থ এই কর থেকে অব্যাহতি পাবে।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য অনেক উন্নয়নশীল দেশের জন্য যুক্তরাষ্ট্র একটি প্রধান রেমিট্যান্স উৎস। নতুন কর আরোপের কারণে এই প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমে গেলে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ সংকুচিত হতে পারে এবং টাকার মান দুর্বল হওয়ার ঝুঁকি বাড়বে।
নতুন করের প্রভাব নিয়ে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত প্রবাসীরা এই করের ফলে প্রেরিত অর্থ কমিয়ে আনার চিন্তায় রয়েছেন।
যুক্তরাষ্ট্র সরকার এই কর আরোপ করেছে মূলত অবৈধ অর্থ পাচার ও কর ফাঁকি প্রতিরোধের উদ্দেশ্যে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কর আরোপের কারণে অনেক প্রবাসী হয়তো করমুক্ত অনলাইন চ্যানেল বা অবৈধ পন্থায় অর্থ প্রেরণে ঝুঁকবেন, যা সরকারের উদ্দেশ্যের বিরুদ্ধে প্রভাব ফেলতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রে নতুন এই রেমিট্যান্স কর প্রবাসী ও তাদের পরিবারগুলোকে সরাসরি প্রভাবিত করবে।