শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

টেক্সাসে আকস্মিক বন্যায় ২১ শিশুসহ ৬৮ জন নিহত, নিখোঁজ অনেকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৬ এএম, ৭ জুলাই ২০২৫ সোমবার


মধ্য টেক্সাসের কিছু অংশে আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জন শিশুসহ ৬৮ জন নিহত হয়েছেন। এছাড়া শিবিরের ১১ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছেন।

কেরভিল কাউন্টির শেরিফ ল্যারি লেইথা নিশ্চিত করেছেন যে, কাউন্টিতে ২১ জন শিশুসহ ৫৯ জন নিহত হয়েছেন। রাজ্যজুড়ে আরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

লেইথা আরও বলেন, ১১ জন ক্যাম্প মিস্টিক ক্যাম্পার এবং একজন কাউন্সিলরের খোঁজ এখনো পাওয়া যায়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ‘কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে শেষ নিখোঁজ ব্যক্তিকেও উদ্ধার করা যায়।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই পরিবারগুলো এক অকল্পনীয় ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে।’