নিউইয়র্কে আ.লীগ বিএনপির এ কি সখ্যতা!
হাসান মাহমুদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৭ এএম, ৫ জুলাই ২০২৫ শনিবার

‘জুলাই আন্দোলনে’র স্পিরিট নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতেও বয়ে যাচ্ছে। জ্যামাইকায় মুষলধারে বৃষ্টি ঝরছিল ১ জুলাই, মঙ্গলবার রাতে। বৃষ্টি উপেক্ষা করেই বাংলাদেশ থেকে চলে আসা সাবেক পতিত সরকারের এমপি এবং সাবেক সরকারের বেশ কয়েকজন শীর্ষ সুবিধাভোগি ‘জুলাই আন্দোলনের মাসে’ বৈঠকে মিলিত হয়েছিলেন। নিউইয়র্কের জ্যামাইকার হিল সাইডের ১৬৩/০৮ স্ট্রিটের সদ্য চালু হওয়া একটি পিঠার রেস্টুরেন্টে বৈঠকের মূল সুর ছিল ড. ইউনূস সরকারের নির্বাচন পরিস্থিতি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের হাসিনা সরকারের সর্বশেষ এমপি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা এসএম জাহিদ, সাবেক প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ভারতের দিল্লীতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেত্রী ও মানিকগঞ্জ পৌর উপজেলার সাবেক চেয়ারম্যান সালেহা বেগমসহ আরও অনেকে। রাত ৯.৪০ মিনিটে আওয়ামী লীগ নেতাদের ওই চলমান বৈঠকে হঠাৎ উপস্থিত হন বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় মেয়ে ডা. লুনা খোন্দকারসহ আরও কয়েকজন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুবিধাভোগিদের বিরাট একটি অংশ বাংলাদেশ ত্যাগ করে চলে আসে নিউইয়র্কে। তাদের মধ্যে সরকারী আমলা, ব্যবসায়ি, সাংবাদিক, সাবেক এমপিরাও রয়েছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকার কয়েকটি পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক কালো তালিকাভুক্ত হবার কারণে সপরিবারে দেশত্যাগ করে কয়েক মাস আগে তারা নিউইয়র্কে আশ্রয় গ্রহণ করেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, বিএনপির সাবেক মহাসচিব ও চীফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের বড় মেয়ে ডা. লুনা খোন্দকার তারই বাবার মানিকগঞ্জ-১ (দৌলতপুর, ঘিওর, শিবালয়) আসনের আওয়ামী লীগ আমলের সর্বশেষ এমপি এসএম জাহিদসহ অন্যদের সঙ্গে গত মঙ্গলবার রাতে পিঠার রেস্টুরেন্টে কথা বলছিলেন। ঠিক সেই সময়ে বাংলাদেশে মানিকগঞ্জের ওই আসনেরই সাবেক আরেক এমপি ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়কে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছিল গোয়েন্দা পুলিশ। সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে জুলাই আগস্টের কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। দুর্জয়ের পর ওই আসন থেকেই এমপি হন যুবলীগ নেতা এসএম জাহিদ। নিউইয়র্কে চলে আসা মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও যুবলীগ নেতা এসএম জাহিদের নামেও বাংলাদেশে কয়েকটি মামলা রয়েছে বলে সূত্রে জানা গেছে। তবে মামলার বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে নিশ্চিত হওয়া যায়নি।
আ.লীগ নেতাদের উপস্থিতিতে জ্যামাইকায় বৈঠকের বিষয় সম্পর্কে জানতে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় মেয়ে ডা. লুনা খোন্দকারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘জ্যামাইকার ওই পিঠার রেস্টুরেন্টে গত মঙ্গলবার রাতে আমি গিয়েছিলাম আমার এক আত্মীয়ের সাথে। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের সাথে আমি সৌজন্যমূলকভাবে কথা বলেছি। এটা ¯্রফে ভদ্রতা। তারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমি সবার কথা মনে করতে পারছি না। দেশে গণতন্ত্র ধ্বংস হবার আগে আমার বাবা মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির সবচেয়ে দুর্যোগকালিন সময়ে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলের জন্য অপরিসিম কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। তাঁর মেয়ে হিসেবে মানুষ আমার সাথে কথা বলে’।
আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করার পূর্ব পরিকল্পনা ছিল কি-না জানতে চাইলে ডা. লুনা বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আমার পরিবার নিয়ে বসবাস করি। আমার ছোট বোন ঢাকার পিজি হাসপাতালের ডাক্তার। আমার আপন ভাই জগলু নিউইয়র্কের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তার জন্য দোয়া করবেন। তাকে দেখতেই আমি নিউইয়র্কে আসি। আমার বাবার অনেক ভক্ত খবর পেয়ে আমাকে দাওয়াত দিচ্ছেন। তেমনই এক দাওয়াতে আমি মঙ্গলবার রাতে জ্যামাইকায় গিয়েছিলাম। সেই বাসা থেকে বের হয়েই পিঠাঘর রেস্টুরেন্টটি। বাঙালি হিসেবে পিঠা পছন্দ করি বলেই আত্মীয়ের সাথে সেখানে যাওয়া এবং তাদের সঙ্গে দেখা ও কথা বলা। তবে আমি তাদের কোন মূল আলোচনায় ছিলাম না। পরদিন আমি ট্যাক্সাসে চলে আসি। রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে রাজনীতিতে আমারও দুর্বলতা রয়েছে। ১০ জুলাই নিউইয়র্কে ফিরলে বিস্তারিত জানাতে পারবো’।
এ ব্যাপারে যোগাযোগ করলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মানিকগঞ্জ পৌর উপজেলার সাবেক চেয়ারম্যান সালেহা ফোনে বলেন, ‘আমি খোন্দকার দেলোয়ার হোসেনের একজন ভক্ত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। মহাসচিব হিসেবে বিএনপির জন্য তাঁর ত্যাগের কোন তুলনা হয় না। নিউইয়র্কে খোন্দকার দেলোয়ারের মেয়েকে পেয়ে আমি আমার বাসায় দাওয়াত করি। সেখান থেকে রাতে ওই পিঠার রেস্টুরেন্টে গেলে তাদের সাথে আমাদের দেখা ও আলাপ হয়’।