বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

মামদানিকে সমর্থন দিলেন বার্নি স্যান্ডার্স

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৯ এএম, ২১ জুন ২০২৫ শনিবার


 
নিউ ইয়র্ক সিটির মেয়র পদে মুসলিম প্রার্থী জোহরান মামদানিকে সমর্থন করলেন বার্নি স্যান্ডার্স। এর আগে তাকে সমর্থন জানিয়েছেন সিনেটর ওকাসিও-কর্টেজ। স্যান্ডার্সের মতো ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানি মেয়ার পদে নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর প্রধান প্রতিদ্বন্দ্বী। কুমো যৌন হয়রানির অভিযোগের মধ্যে পদত্যাগ করার পর তার রাজনৈতিক ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

৬৭ বছর বয়সী কুমো ‘ফেবারিট’ হিসেবে প্রতিযোগিতা শুরু করেছিলেন কিন্তু ৩৩ বছর বয়সী মামদানি সাম্প্রতিক সপ্তাহগুলিতে জনপ্রিয়তা লাভ করেছেন এবং সিনেটর আলেকজান্দ্রা ওকাসিও-কর্টেজের মূল সমর্থন পেয়েছেন। একটি জরিপে এমনকি তাকে এগিয়ে থাকার ইঙ্গিতও দেওয়া হয়েছে।