রোববার   ০৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৮ ১৪৩২   ০৮ সফর ১৪৪৭

ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে বললেন ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২০ এএম, ১৫ জুন ২০২৫ রোববার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ থামা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এ পোস্টে এ কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ট্রাম্প জানিয়েছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের সংঘাত নিয়ে কথা বলেছিলেন তিনি। তাকে তিনি তার অভিমত জানিয়েছেন। বলেছেন ইসরায়েল-ইরানের এই যুদ্ধেরও অবসান হওয়া উচিত। পাশাপাশি তার (রাশিয়া-ইউক্রেন) যুদ্ধেরো অবসান হওয়া উচিত।

এদিকে, ইসরায়েলে আবারো বড় হামলা চালাতে যাচ্ছে ইরান। কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা জানিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে ইসরাইলে ‘বড়সর ও ধ্বংসাত্মক’ হামলা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইসরায়েল আগেই ধারণা করেছিল শনিবার (১৪ জুন) রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছিল, তেহরানের হামলার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল সেনাবাহিনী।

শুক্রবার (১৩ জুন) রাতে ইসরায়েলে যেভাবে ইরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান, ঠিক একইভাবে আবারও হামলা চালাতে পারে তেহরান।

এর আগে শুক্রবার রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত ও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে।