সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি বিক্ষোভে বোমা হামলা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৭ এএম, ৪ জুন ২০২৫ বুধবার

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলিদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে মোহাম্মদ সোলাইমান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি জমায়েতের দিকে পেট্রোল বোমাসদৃশ বস্তু ছুড়ে মারে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায় ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’। বিবিসি।