শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৭ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

শিগগিরই চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪০ এএম, ৩ জুন ২০২৫ মঙ্গলবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শিগগিরই গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে বিরোধসহ বাণিজ্য সমস্যা সমাধানের জন্য ফোনে আলোচনা করবেন। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রোববার (১ জুন) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ কথা জানিয়েছেন।

গত শুক্রবারও ট্রাম্প বলেছিলেন, তিনি নিশ্চিত শি'র সঙ্গে কথা বলবেন। আলোচনার সময়সূচী আছে কি না জানতে চাইলে বেসেন্ট বলেন, 'আমি বিশ্বাস করি আমরা খুব শিগগিরই কিছু দেখতে পাব।'

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, কথোপকথনের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। তবে আলোচনা হয়েছে যে, নেতারা গত মাসে কিছু শুল্ক বিরোধের বিষয়ে জেনেভা চুক্তি নিয়ে কথা বলবেন।

হ্যাসেট বলেন, 'আমরা আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহে প্রেসিডেন্ট শি'র সাথে বাণিজ্য আলোচনা সম্পর্কে একটি চমৎকার আলোচনা করবেন। আমাদের প্রত্যাশা এটাই।'