বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫   শ্রাবণ ১৬ ১৪৩২   ০৫ সফর ১৪৪৭

জ্যাকসন হাইটস’র মসজিদের তালা কেটে ডলার চুরি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৬ এএম, ৩১ মে ২০২৫ শনিবার


 
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের দার-উল ফোরকান মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বৃহস্পতিবার সকালে মসজিদের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। মসজিদের সাদাকা বক্স ভেঙ্গে সেখান থেকে ডলার চুরি করে নিয়ে যায়। ৩৫ এভিনিউর’ ৭১ স্ট্রিটের কর্ণারের এই মসজিদে চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
মসজিদ কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা যখন ফজরের নামাজ আদায় করেন তখনো সবকিছু ঠিক ছিল। কিন্তু সকাল ১১ টার দিকে যখন মসজিদের মুয়াজ্জিন আসেন, তখন দেখা যায় মসজিদের দরজা ভাঙ্গা। মুয়াজ্জিন তখন ইমামকে কল করেন। পরে ইমাম বাড়ির মালিককে বিষয়টি জানান।
তাৎক্ষণিক বাড়ির মালিক পুলিশে কল দিয়ে বিস্তারিত অভিযোগ করেন। মসজিদের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভিতরের দুটি সাদাকা বাক্সের তালা কেটে চোর সব ডলার নিয়ে গেছে। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় সকাল ৯ টা ২০ মিনিটের দিকে এক চোর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এদিকে দুপর একটার দিকে পুলিশ ঘটনাস্থল মসজিদ পরিদর্শন করেছে। এসময় পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ হস্তান্তর করা হয়।