শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৭ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্কতা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৬ এএম, ৩১ মে ২০২৫ শনিবার


 

 
বাংলাদেশের সর্বত্র প্রতিবাদমূলক বিক্ষোভ কর্মসূচি বাড়তে থাকায় মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার ২৯ মে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এই পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করা উচিত। অনেক সমাবেশ শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও একপর্যায়ে অল্প সময়েই সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।তাই বড় সমাবেশ সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে হবে।

দূতাবাস একই সঙ্গে নিজ নিজ নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে দেখতেও নাগরিকদের পরামর্শ দিয়েছে। আশপাশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।