রোববার   ২৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১১ ১৪৩২   ২৭ জ্বিলকদ ১৪৪৬

নিউইয়র্কে বাংলাদেশির ১.৮২ মিলিয়ন ডলার জরিমানা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪৫ এএম, ২৫ মে ২০২৫ রোববার


 
আদালতের ডিপোর্ট নির্দেশ অমান্য করে যুক্তরাষ্ট্রে বসবাসের অপরাধে নিউইয়র্কের এক বাংলাদেশিকে ১.৮২০ মিলিয়ন (২২ কোটি টাকা) ডলার জরিমানা করা হয়েছে। সঙ্গত কারণে তার নাম গোপন রাখা হয়েছে। তিনি আপিলের আবেদন করেছিলেন। ২০০৭ সালে সেই আবেদনও খারিজ করেছেন ইমিগ্রেশন বিচারক। এরপর ওই বাংলাদেশি ইউএস সিটিজেনকে বিয়ে করে অভিবাসনের মর্যাদা সমন্বয়ের আবেদন করেও সফল হতে পারেননি। এ অবস্থায় সেই প্রবাসী সিটিজেন স্ত্রী এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী তার সন্তান নিয়ে নিউইয়র্কে বাস করছেন। সম্প্রতি তার কাছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে ওই পরিমাণের জরিমানার তথ্য জানিয়ে চিঠি এসেছে। তারপর শুরু হয় নতুন উদ্বেগ।                                  
এটর্নী মঈন চৌধুরী বলেন, ১৯৯৫ সালে তার অ্যাসাইলামের আবেদন নাকচ হয়ে যায়। এটা হচ্ছে সিভিল প্যানাল্টি। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী কঠোর পদক্ষেপের পরিপ্রেক্ষিতে খুব বেশী আশার আলো  নেই। ওই প্রবাসীর পক্ষে এত বিপুল অংকের জরিমানা পরিশোধ করাও সম্ভব হবে না।
উল্লেখ্য, বহিষ্কারের নির্দেশ অমান্য করলে সিভিল প্যানাল্টির বিধানের মত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে আসার পরই যারা ফেডারেল সরকারের নানা সুবিধা নেন-সে কারণে ঐসব লোকজনকে স্পন্সরকারীর মোটা অংকের জরিমানার বিধান রয়েছে। সেটি এতদিন কার্যকর হতে দেখা যায়নি। এখন হয়তো সে বিধিও বহাল করা হতে পারে। তাই স্পন্সরের ব্যাপারে সকলকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।