শনিবার   ২৪ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১০ ১৪৩২   ২৬ জ্বিলকদ ১৪৪৬

জ্যামাইকায় বাংলাদেশির বাড়িতে ‘ডিম’ হামলা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১১ এএম, ২৪ মে ২০২৫ শনিবার


 
 
নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশির নিজ বাড়িতে প্রতিপক্ষ আরেক বাংলাদেশি ‘ডিম’ দিয়ে রাতের বেলায় হামলা চালিয়েছে বলে ভুক্তভোগি ব্যক্তি পুলিশ এবং কমিউনিটির নেতৃবৃন্দের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। গত ১৬ মে রাতে হামলার আগে গত ১৮ এপ্রিল রাত ১০:৩৪ মিনিটে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ডিম দিয়ে হামলার সিসিটিভির ফুটেজের রেকর্ড তিনি এডভোকেট মাহাবুবার রহমান পুলিশকে দিয়েছেন। জ্যামাইকার ১০৮-৫৮ স্ট্রিটের একটি বাড়ির মালিক অ্যাডভোকেট মাহাবুবার রহমান অভিযোগে জানান, ‘কমিউনিটির একটি সংগঠনের নেতৃত্ব নিয়ে আমার সাথে ইকবালের মতবিরোধ শুরু হয়। তারপর জ্যামাইকায় ক্রয়কৃত বসতি বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করে দিবে বলে তিনি হুমকি দেন। এনিয়ে সে বারবার চ্যালেঞ্জ করতে থাকে।’ তারপর গত ১৬ মে ২০২৫ রাত ১১টায় একটি গাড়ীর পেছনে থেকে লিভিং রুমে ডিম নিক্ষেপ করে। বারবার ডিম নিক্ষেপ করার ফলে লিভিং রুমের জানালা এবং দেয়াল লেপ্টে যায়। ডিম যে নিক্ষেপ করেছে তাকে ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। বাড়ির সামনে পার্কিং করা একটি গাড়ীর পাশে থেকে বাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হচ্ছিল।  ভুক্তভোগি মাহাবুবার রহমান পুলিশ ও কমিউনিটির নেতৃবৃন্দের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।