যুক্তরাষ্ট্রে ইজরাইলি দূতাবাসের ২ স্টাফকে গুলি করে হত্যা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৬ এএম, ২৪ মে ২০২৫ শনিবার

মুসলিম কমিউনিটিতে আতংক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সন্ত্রাসীরা ইজরাইলি দূতাবাসের ২ জন স্টাফকে গুলি করে হত্যা করেছে। ক্যাপিটাল ইহুদি জাদুঘরের কাছে তাদের হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেছেন, “ বুধবার ২১ মে সন্ধ্যায় ক্যাপিটাল ইহুদি জাদুঘরে একটি ইহুদি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।” এ ঘটনার পর ওয়াশিংটন ডিসির কূটনৈতিক অঙ্গনে আতংক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি দূতাবাসে অতিরিক্ত সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। মুসলিম দেশের দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনার পরপরই নিউইয়র্কে জুইশ অধ্যুষিত এলাকা ব্রুকলিনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুসলিম এলাকাগুলোতে আতংক বিরাজ করছে। অনেকেই ধারণা করছেন, প্যালেস্টাইনে ইজরাইলিদের বর্বোরেচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিশোধের যোগসূত্র থাকতে পারে এ হত্যাকান্ডের সাথে। মার্কিন মিডিয়ায় ইজরাইলি দূতাবাসের ২ জন স্টাফকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর নিউইয়র্কের স্থানীয় মসজিদগুলোতে নজরদারি রাতেই রাড়ানো হয়েছে।
ডিসি পুলিশ এবং এফবিআই গুলি চালানোর ঘটনা তদন্ত করছে। ইসরায়েলি দূতাবাস আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করছে। এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিস জানিয়েছে, জননিরাপত্তার হুমকি আমরা এষনও দেখছি না।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন যে তিনি এবং ডিসির ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাইরে গুলি চালানোর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।