অ্যালবেনিতে মুসলিম এডভোকেসি ডে অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪২ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
‘মুনা অ্যালায়েন্স ফর পিস এন্ড জাস্টিস’ এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কের রাজধানী আলবেনিতে অনুষ্ঠিত হলো ‘নিউইয়র্ক মুসলিম এডভোকেসি ডে’। গত ৬ মে মঙ্গলবার আলেবেনীর ক্যাপিটাল হিলে দিনব্যাপী এই লবি ডে’র কর্মকান্ড চলে।
এতে ২১টি গ্রুপে বিভক্ত হয়ে সর্বস্তরের ১৭০ জন মুসলিম নরনারী অংশ নেন বলে আয়োজকরা জানান। যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি এবং আমেরিকানদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে ষ্টেট অ্যাসেম্বলী ও সিনেট সদস্য তথা রাজনৈতিক জনপ্রতিনিধি ও ক্যাপিটাল হিলের অফিসিয়ালদের সাথে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান এবং দাবী আদায়ই ‘মুসলিম লবি ডে’র মূল লক্ষ্য।
‘এডভোকেসী ডে’ -তে অংশগ্রহণকারীরা এদিন ষ্টেট অ্যাসেম্বলী মেম্বার উইলিয়াম কলটন, এরিক মার্থার ডিলান, নাদের জে সায়েগ ও জোহরান মামদানী সহ ৯৬ জন অ্যাসেম্বলি ও সিনেট মেম্বার বা তাদের প্রতিনিধিদের সাথে দেখা করে ‘মুনা অ্যায়েন্স ফর পিস এন্ড জাস্টিস’ এর পক্ষে বিভিন্ন দাবী-দাওয়া বিশেষ করে ঈদের ছুটি এবং স্কুলগুলোতে হালাল মিট সহ অন্যান্য দাবী নিয়ে কথা বলেন। এসব দাবী/প্রস্তাব নিয়ে হাউজেও আলোচনা হয়েছে। হাউজে আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে ‘মুনা অ্যায়েন্স ফর পিস এন্ড জাস্টিস-এপিজে’ গঠন করা হয়। মূলত: যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম কমিউনিটির ঐক্য-মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সাম্য, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করাই এপিজে’র লক্ষ্য।
এছাড়াও দল-মত-বর্ণ-ধর্ম ও রাজনীতি নির্বিশেষে সকল মানুষের অধিকারের জন্যও এপিজে কাজ করবে। এবারের ‘নিউইয়র্ক মুসলিম এডভোকেসী ডে’র প্রধান জিয়াউল ইসলাম শামীমের নেতৃত্বে সমন্বকারীদের মধ্যে ছিলেন কাজী ইসমাইল, ড. জাহাঙ্গীর কবীর, দেলোয়ার মজুমদার, মাহবুবুর রহমান, শাফয়েত হোসেন সাফা, একেএম সাইফুল আলম, নাসির উদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার ও শামসুল ইসলাম ।