শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

বিয়ে করলেই ডলার দেবেন ট্রাম্প

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ১৭ মে ২০২৫ শনিবার


 
বিয়ে বন্ধনে আবদ্ধ হলে আর্থিক সহায়তার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ৬ সন্তান বা তারও বেশি জন্ম দিয়েছেন এমন মায়েদের জন্য নগদ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।  জন্মহার ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রভাবশালী মিডিয়া নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, মায়েদের আরও সন্তান নিতে উদ্বুদ্ধ করতে উপায় খুঁজছে হোয়াইট হাউজ।
বিশেষজ্ঞরা সতর্কতামূলকভাবে বলেছেন, জন্মহার বর্তমানের মতো কম থাকলে একটা সময় অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। তাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে।
মায়েরা যেন বেশি বেশি সন্তান দেন সেজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো, যে মা ছয় বা তারও বেশি সন্তান জন্ম দেবেন তাকে জাতীয় মেডেল দেওয়া হবে। এছাড়া আরও যেসব প্রস্তাব দেওয়া হয়েছে। বেবি বোনাস : প্রতিটি নতুন মায়ের জন্য এককালীন ৫ হাজার ডলার অর্থ সহায়তা। স্কলারশিপ সুযোগ : ফুলব্রাইট স্কলারশিপের ৩০ শতাংশ বিবাহিত আবেদনকারী এবং অথবা বা-মায়ের জন্য বরাদ্দ। মাতৃত্বের জাতীয় মেডেল : ছয় বা তার বেশি সন্তানের মায়েদের প্রতীকি স্বীকৃতি প্রদান। আইভিএফ ভর্তুকি : ভিট্রো ফার্টিলাইজেশনে ব্যাপক সুবিধা গ্রহণের সুযোগ।