শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

ব্রিজ ও টানেলে স্পিডিং ক্যামেরা বসছে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩০ এএম, ১৭ মে ২০২৫ শনিবার

সিটির ব্রিজ ও টানেলে স্পিডিং ক্যামেরা বসানো হচ্ছে

 
 
নিউইয়র্ক সিটির ইন্টারসেকশন, সড়ক, এমটিএ বাস ও বাস লেনে স্পিডিং ও রেডলাইট ক্যামেরা স্থাপনের পর এবার স্পিডিং ক্যামেরা বসানো হচ্ছে এমটিএ’র আতাধীন ব্রিজ ও টানেলগুলোতে। নিউইয়র্ক  স্টেট বাজেট পাস হওয়ার পর গভর্নর ক্যাথি সি হকুল ও স্টেট আইন প্রণেতারা উদ্যোগ নিয়েছেন সিটির ব্রিজ ও টানেলগুলোতে স্পিডিং ক্যামেরা স্থাপনের।
এমটিএর যেসব ব্রিজ ও টানেলে স্পিডিং ক্যামেরা বসানো হবে সেগুলো হচ্ছে ভেরাজেনো ব্রিজ, আরএফকে ব্রিজ, ব্রঙ্কস থ্রো-নেক ব্রিজ, হোয়াইট স্টোন ব্রিজ, মেরিন পার্কওয়ে ব্রিজ, কুইন্স মিডটাউন টানেল ও ব্রুকলিন ব্যাটারি টানেল। যেসব সড়কের স্পিড লিমিট নির্দিষ্ট করা রয়েছে সেসব সড়কে নির্দিষ্ট লিমিট থেকে কেউ যদি ১০ মাইল পর্যন্ত গতিসীমা ছাড়িয়ে যায়, তাহলে কোনো সমন ইস্যু করা হয় না।
কিন্তু যদি গাড়ির গতিসীমা ১০ মাইল ছাড়িয়ে ১১ মাইল পর্যন্ত উঠে যায়, তাহলে তা স্পিডিং ক্যামেরায় ধরা পড়বে এবং ডাকযোগে গাড়ির মালিকের ঠিকানায় সমন পাঠিয়ে দেওয়া হবে। প্রথমবার কোনো গাড়ি স্পিড লিমিট ক্রস করলে ৫০ ডলারের সমন ইস্যু করা হবে। যদি একই গাড়ি ১৮ মাসের মধ্যে দ্বিতীয়বার স্পিড ক্রস করে তাহলে ৭৫ ডলারের সমন ইস্যু করা হবে এবং একই গাড়ি যদি ১৮ মাসের মধ্যে তৃতীয় বার স্পিড লিমিট ক্রস করে তাকে ১০০ ডলারের সমন পাঠানো হবে।