রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

ফক্স নিউজের পরিচিত মুখদের দখলে ট্রাম্প প্রশাসন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৩ এএম, ১১ মে ২০২৫ রোববার

ফক্স নিউজের আলোচিত উপস্থাপক জ্যানিন পিরোকে সম্প্রতি ওয়াশিংটন ডিসির প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্সের সঙ্গে যুক্ত আরও এক ডজনের বেশি সাবেক উপস্থাপক ও বিশ্লেষক ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই প্রবণতা স্পষ্ট করে দিচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশ্বস্ত টেলিভিশন সমর্থকদের প্রশাসনের শীর্ষ পদে নিয়ে আসছেন।

এ সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির প্রধান প্রসিকিউটর হিসেবে জ্যানিন পিরোকে মনোনীত করেছেন। তিনি হচ্ছেন ফক্স নিউজের একাধিক উপস্থাপক ও বিশ্লেষকের মধ্যে সর্বশেষ, যারা এ বছর প্রেসিডেন্টের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে যুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার পিরো প্রেসিডেন্টের প্রশাসনের সদস্য হিসেবে যুক্ত হওয়া ফক্স নিউজের অন্তত ডজনখানেক প্রাক্তন কর্মী বা বিশ্লেষকের তালিকায় নাম লেখান, যারা নেটওয়ার্কে ট্রাম্পকে নিয়মিত প্রশংসা করেছেন এবং এর ফলস্বরূপ সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

এই প্রবণতা ইঙ্গিত করে যে, ট্রাম্প ফক্স নিউজে নিজের ও নিজের নীতির প্রতি মনোযোগ দিয়ে নজর রাখছেন এবং টেলিভিশনে প্রভাবশালী এবং তার এজেন্ডার প্রতি অনুগত এমন ব্যক্তিদের মূল্যায়ন করছেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু ফক্স নিউজ ব্যক্তিত্ব:

জ্যানিন পিরো– ইউএস অ্যাটর্নি, ডিসি

নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে বারবার নির্বাচিত হওয়া প্রাক্তন বিচারক ও প্রসিকিউটর পিরো গত ১৫ বছর ধরে ফক্স নিউজের অন্যতম আগ্রাসী রক্ষণশীল কণ্ঠ হিসেবে পরিচিত।

সর্বশেষে তিনি ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান “The Five”-এর সহ-উপস্থাপক ছিলেন এবং সেখান থেকেই ট্রাম্পকে নিয়মিত প্রশংসা ও তার বিরোধীদের আক্রমণ করে জনপ্রিয়তা পান।

২০১৯ সালে কংগ্রেস সদস্য ইলহান ওমরের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার ঘটনায় ফক্স তার বক্তব্য থেকে দূরত্ব নেয় এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। তবে ট্রাম্প তখন তাকে প্রকাশ্যে সমর্থন করেন এবং দ্রুত তাকে ফিরিয়ে আনার আহ্বান জানান।

ট্রাম্প বলেন, জ্যানিন এই পদে অত্যন্ত যোগ্য এবং নিউইয়র্ক রাজ্যের ইতিহাসে অন্যতম সেরা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে বিবেচিত। তিনি একাই একটি শ্রেণি।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ফক্স নিউজের জনপ্রিয় উইকেন্ড উপস্থাপক ও যুদ্ধবাজ সমালোচক হেগসেথ ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির এক দৃঢ় সমর্থক। সেনেটে কঠিন অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও ট্রাম্প তার পাশে ছিলেন।

পরিবহন সচিব শন ডাফি

প্রাক্তন উইসকনসিন কংগ্রেসম্যান এবং এমটিভি’র ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড’-এর প্রাক্তন তারকা শন ডাফি ফক্স বিজনেসে উপস্থাপক হিসেবে কাজ করাকালেই ট্রাম্পের নজরে আসেন। তিনি রাচেল ক্যাম্পোস-ডাফির স্বামী, যিনি ফক্স নিউজে আরেক পরিচিত মুখ।

জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ড

ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন কংগ্রেস সদস্য হলেও গাবার্ড ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার পর ফক্স নিউজে বিশ্লেষক হন। ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পকে সমর্থন দেওয়ার পর তাকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে মনোনীত করা হয়। ইউক্রেন নীতির কঠোর সমালোচক গাবার্ড সম্প্রতি গোপন তথ্য ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো

ফক্স নিউজে এক ঘণ্টার সাপ্তাহিক শো উপস্থাপনকারী বংগিনো, একজন প্রাক্তন সিক্রেট সার্ভিস এজেন্ট, যিনি এখন কাশ প্যাটেলের সহকারী হিসেবে এফবিআইয়ে কাজ করছেন। ‘ডিপ স্টেট’ ও ডেমোক্রেটদের বিরুদ্ধে তার কড়া অবস্থান তাকে ট্রাম্প প্রশাসনের চোখে আনেন।

সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোম্যান

ট্রাম্পের অভিবাসন নীতির প্রবল সমর্থক হোম্যান বলেছেন, অভিবাসী পরিবারগুলোকে একসঙ্গে ফেরত পাঠানো যেতে পারে।

তিনি আলকাট্রাজ কারাগার খুলে সেখানে অভিবাসীদের আটক রাখার ট্রাম্পের প্রস্তাবকেও সমর্থন করেছেন।

প্রাক্তন আরএনসি চেয়ার লারা ট্রাম্প

ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্পের স্ত্রী লারা ২০২১ সালে ফক্স নিউজে বিশ্লেষক হিসেবে কাজ শুরু করেন এবং পরে প্রেসিডেন্টের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সম্প্রতি তিনি ‘My View’ নামে একটি প্রাইমটাইম অনুষ্ঠান শুরু করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই শো প্রচারে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং বলেন, আমি হয়তো পক্ষপাতদুষ্ট, কিন্তু লারা সত্যিই অসাধারণ।