ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা বরখাস্ত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৫২ এএম, ৩ মে ২০২৫ শনিবার

প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ট্জকে তার পদ থেকে অপসারণ করার ঘোষণা দিলেন। অনলাইনে গোপন সামরিক হামলার আলোচনা চলার সময় ‘ভুলবশত’ ‘গ্রুপচ্যাটে’র মধ্যে এক সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে ফেলেন ওয়াল্টজ। তারপর শুরু হয় বিতর্ক। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর জাতীয় সুরক্ষা দলে একটি বড় পরিবর্তন ঘোষণা করেছেন। মাইক ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে পাঠাবার সিদ্ধান্ত নেন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে (ভারপ্রাপ্ত) জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের ঘোষণা করেন তিনি। গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মাইক ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করব। যুদ্ধক্ষেত্রে, কংগ্রেসে এবং আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ইউনিফর্ম পরা সময় থেকে মাইক ওয়াল্টজ আমাদের জাতির স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমি জানি সে তার নতুন ভূমিকায় একই অবদান রাখবে। অন্তর্বর্তীকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এবং পররাষ্ট্র দপ্তরে তাঁর দৃঢ় নেতৃত্ব অব্যাহত রাখবেন। একসঙ্গে, আমরা মেক আমেরিকা এবং বিশ্বকে আবার নিরাপদ করার জন্য অক্লান্ত লড়াই চালিয়ে যাব’।
আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে ইয়েমেনে বিমান হামলা সম্পর্কে একটি গ্রুপ চ্যাটে যুক্ত করেছিলেন মাইক।
বিতর্কের সূত্রপাত গত ২৪ মার্চ। ওই সময় অনলাইন যোগাযোগ মাধ্যম ‘সিগন্যাল’ অ্যাপের একটি চ্যাট ফাঁস হয়ে গিয়েছিল। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ-সহ আমেরিকার বিভিন্ন শীর্ষ আধিকারিকেরা একটি ‘গ্রুপ চ্যাটে’ সামরিক কিছু বিষয়ে আলোচনা করছিলেন। ওই ‘গ্রুপ চ্যাটে’ এক মার্কিন সংবাদমাধ্যমের সম্পাদককে আমন্ত্রণ জানিয়ে বসেন ওয়াল্ট্জ। দাবি করা হয়, ভুলবশতই তিনি ওই কা- ঘটিয়েছিলেন। কিন্তু তাতে বিতর্ক থামেনি। অভিযোগ, ওই গ্রুপ চ্যাটে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের উপর সামরিক হামলার পরিকল্পনা চলাকালীনই অনভিপ্রেত ‘ওই অতিথি’ গ্রুপে প্রবেশ করেছিলেন।
ওই গোপন তথ্য ‘ফাঁস’ বিতর্কের পর ওয়াল্টজ নিজেই ঘটনার কথা স্বীকার করেছিলেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছিলেন, ভুলবশত ওই ঘটনাটি ঘটেছে এবং এর দায়ও সম্পূর্ণ তাঁর।