মেয়র প্রার্থী মামদানির সমর্থন বাড়ছে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫৬ এএম, ৩ মে ২০২৫ শনিবার

জোহরান মামদানি নিউইয়র্ক স্টেটের এসেমব্লিম্যান পদে নির্বাচন করার সময়ই আলোচনায় ছিলেন। তিনি প্রগ্রেসিভ ঘরানার ডেমোক্রেট। তাই তার যাবতীয় কর্মসূচীর মূল সুর তার ডিস্ট্রিক্টের খেটে খাওয়া, শ্রমজীবী, স্বল্প আয়ের মানুষ। তার নির্বাচনী ডিস্ট্রিক্ট এস্টোরিয়া। প্রথম মেয়াদের এই এসেমব্লিম্যান বরাবরই মেয়র এরিক এডামস এবং সাবেক গভর্নর এ্যান্ড্রু কোমোর সমালোচক। এ বছর মেয়র নির্বাচনের প্রাইমারিতে প্রার্থীর সংখ্যা প্রায় এক ডজন। নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এই শক্তিশালী প্রার্থীর ওপর খবর ছাপতে গিয়ে শিরোনাম লিখেছে ‘মামদানি এইমস এট কোমো, বিগিনিং এড ওয়ার ইন এনওয়াইসি মেয়রর্স রেস’। তাতে বলা হয়েছে জোহরান মামদানি সর্বশেষ জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। প্রথম অবস্থানে এ্যান্ড্রু কোমো। জোহরান তার প্রতিদ্বন্দ্বী হিসাবে এ্যান্ড্রু কোমোকেই মনে করছেন। সে কারণে বৃহস্পতিবার তিনি যে প্রথম টিভি এ্যাড প্রচার করলেন নিউইয়র্ক নিকস’র প্লেঅফ গেমে সেখানে আক্রমণ করা হয়েছে এ্যান্ড্রু কোমোকে।
টাইমস বলছে, গত কয়েক মাস ধরে জোহরান মামদানি নিউইয়র্ক সিটি মেয়র প্রতিদ্বন্দ্বিতায় নিজের নামকে প্রতিষ্ঠিত করেছেন নানাভাবেই। যেমন বিপুল অংকের ফান্ড রেইজ করে, জরিপে নিজের অবস্থান অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রেখে, এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে। আর সর্বশেষ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এনডোর্সমেন্ট সংগ্রহ করে এবং সব প্রার্থীর আগে টিভি এ্যাড প্রচার করে।
জোহরান মামদানির কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে নিউইয়র্ক সিটিতে বাসে চলাচল সম্পূর্ণ ফ্রি করা, রেন্টস্ট্যাবিলাইজড ইউনিটের রেন্ট ফ্রিজ করা, সম্পদশালী ব্যক্তিদেরর ট্যাক্স বাড়ানো, বিপুল সংখ্যক এ্যাফোর্ডেবল এপার্টমেন্ট নির্মাণ করা, চাইল্ড কেয়ার সম্পূর্ণ ফ্রি করা, সিটির মালিকানাধীন গ্রোসারি স্টোর প্রতিষ্ঠা করা।
জোহরান মামদানি ইতিমধ্যে যেসব প্রতিষ্ঠান ও সংগঠনের এনডোর্সমেন্ট পেয়েছেন সেগুলোর অন্যতম নিউইয়র্ক ওয়ার্কিং ফ্যামিলিস পার্টি, নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা, ইউনাইটেড অটো ওয়ার্কার্স, ড্রাম বিটস, জুইস ভয়েস ফর পিস এ্যাকশন, নিউ কিংস ডেমোক্রেটস, নিউইয়র্ক প্রগ্রেসিভ এ্যাকশন নেটওয়ার্ক, দ্য জুইশ ভয়েস, কলেজ ডেমোক্রেটস অব নিউইয়র্ক, মুসলিম ডেমোক্রেটিক ক্লাব অব নিউইয়র্ক, এ্যাসালসহ কংগ্রেস সদস্য নিডিয়া ভেলাকুয়েজ, স্টেট সিনেটর জাবারি ব্রিসপোর্ট, ক্রিস্টেন গনজালেস, জুলিয়া সালাজার, এবং কয়েক ডজন স্টেট এসেম্বলি সদস্য ও নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য।
জোহরান মামদানির বয়স ৩৩ বছর। তার মা স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার। তিনি ব্রংক্স হাইস্কুল অব সাইন্স থেকে গ্রাজুয়েশন করে মেইনের লিবারেল আর্ট স্কুল বোডোয়েন কলেজ থেকে গ্রাজুয়েশন করেন।