শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

জ্যামাইকা মুসলিম সেন্টার সম্প্রসারণে উদ্যোগ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২৪ এএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার


 
নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী মুসলিম কমিউনিটির মাঝে বৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) বর্ধিতকরণ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানকে ঘিরে জ্যামাইকা এলাকায় বাংলাদেশীদের মাঝে গড়ে উঠেছে আবাসিক এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা ব্যবসা কেন্দ্র। একাজ সম্পন্ন করতে ব্যয় হবে আনুমানিক তিন মিলিয়ন ডলার। আগামী ২৭ এপ্রিল, রোববার সকাল ১১টায় সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ভবন সম্প্রসারণ কাজ শুরুর ঐতিহাসিক এ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটি ও ট্রাস্টিবোর্ডের কর্মকর্তাগণ। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।
সাম্প্রতিক সময়ে জুমার নামাজ এবং রমজানে তারাবিসহ বিভিন্ন অনুষ্ঠানের সময় স্থান সংকুলান হচ্ছে না মুসল্লিদের। ফলে জেমসির মূল ভবনটির সম্প্রসারণ জরুরী হয়ে পড়ে। সাধারণ মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা কমিটি গ্রহণ করেছে যুগান্তকারী একটি সিদ্ধান্ত। মুসল্লিদের সম্মতিক্রমে উদ্যোগ নিয়েছে ভবনটি সম্প্রসারণের। বর্তমান দ্বিতল ভবনটি চার তলায় উন্নিত করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিনের কাঙ্খিত এই সম্প্রসারণ সম্পন্ন হলে মুসল্লিদের ধারণ ক্ষমতা যেমন বাড়বে তেমনি হাফেজী স্কুল, উইক এন্ড ইসলামী শিক্ষা, মহিলা ও বয়স্কদের জন্য অধিকতর সুবিধা হবে । জেএমসির এই সম্প্রসারণ প্রকল্পের জন্য ইতোমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে। গত ১৪ এপ্রিল সকালে জেএমসি কর্তৃপক্ষের সাথে ঠিকাদার প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় জেএমসি পরিচালনা কমিটি ও ট্রাস্টি বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রাথমিক কাজে আনুমানিক ৬ মাস এবং অঙ্গসজ্জাসহ পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হতে আরো ৬ মাস লাগতে পারে বলে জানান জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী আফতাব মান্নান। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাঃ নাজমূল এইচ খান মুসল্লিদেরকে সম্প্রসারণ কাজের উদ্বোধনীতে আমন্ত্রণ জানিয়েছেন।