বুধবার   ০৬ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১১ সফর ১৪৪৭

রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৫ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার


যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দাবানলের আশঙ্কা বেড়ে যাওয়ায় ২৫ মিলিয়নের বেশি মানুষ রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় রয়েছেন। উষ্ণ, শুষ্ক এবং ঝড়ো বাতাসের কারণে দাবানলের ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ যেমন উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা, এবং জর্জিয়া এই ঝুঁকির মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা কেন্দ্রীয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তৃত অঞ্চলে।

ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিয়ামি-ডেড কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি দাবানল শনিবার সকাল পর্যন্ত ৫০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কারা এক বিবৃতিতে জানান, দমকল বাহিনী সার্বক্ষণিক কাজ করছে দাবানল নিয়ন্ত্রণে আনতে। বর্তমানে ফ্লোরিডা কিসের যাতায়াতে কোনো রাস্তা বন্ধ হয়নি। তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে নিউ মেক্সিকো ও পশ্চিম টেক্সাসে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। সেখানে ঘণ্টায় ১৫-২৫ মাইল বেগে বাতাস বইছে। সঙ্গে রয়েছে আরও দ্রুত গতি সম্পন্ন দমকা হাওয়া। উষ্ণ আবহাওয়া এবং কম আর্দ্রতার কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকতে বলেছে এবং বাতাসের গতিবেগ ও আবহাওয়ার পরিবর্তনের দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছে। রেড ফ্ল্যাগ সতর্কতা কার্যকর থাকায় জনগণকে খোলা আগুন জ্বালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।