যুক্তরাষ্ট্রে অবৈধ ১০০০ বাংলাদেশি চিহ্নিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৭ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

ট্রাম্প প্রশাসন কাগজপত্রহীন ও ডিপোর্টেশনের আওতায় ১০০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে। হোমল্যান্ড সিকিউরিটি অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করেছে। দেশটিতে অনেক বাংলাদেশিও অবৈধভাবে আছেন বলে ট্রাম্প প্রশাসনের অভিযোগ। এই অভিযোগে বাংলাদেশের নাগরিকদেরও ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি ও কাগজপত্র না থাকার কারণে বাংলাদেশের ১০০০ থেকে ১২০০ নাগরিককে ফেরত পাঠানোর জন্য এরই মধ্যে দেশটির সরকার চিহ্নিত করেছে। সেখানে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিতে ব্যর্থ হলে তাদের সবাইকে দেশে ফিরতে হতে পারে।
ফেরত আসা ব্যক্তিদের বিষয়ে কী করা যায়, তা খতিয়ে দেখতে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা বৈঠক করেছে। বুধবারের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবারের বৈঠকে অংশ নেন পুলিশের বিশেষ শাখা, ইমিগ্রেশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অবৈধ অনেক বাংলাদেশিই গা ঢাকা দিয়েছেন। তারা লোকালয়ে আসছেন না। কাজে যাওয়াও বন্ধ কওে দিয়েছেন। অনেকে গ্রেফতার হবার আগেই স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করছেন। গত ৩ মাসে শতাধিক অবৈধ বাংলাদেশি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবৈধ অভিবাসীর সংখ্যার নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্য নিউইয়র্ক, নিউজার্সি ও কানেটিকাটে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এ’ছাড়া ম্যাসেসুয়েটস, টেক্সাস ও পেনসিলভানিয়ায় অবৈধ বাংলাদেশি বসবাস করছে।