রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

চার ভারতীয় কোম্পানিকে ট্রাম্পের নিষেধাজ্ঞা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৭ এএম, ১ মার্চ ২০২৫ শনিবার


 
 
ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে চার ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে ট্রাম্প প্রশাসন। ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগ সোমবার বিভিন্ন দেশের ৩০ জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই তালিকায় পড়েছে ভারতের চার কোম্পানি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্য ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে ভারতভিত্তিক ৪টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, নিষেধাজ্ঞার আওতায় পড়া ৪টি ভারতীয় কোম্পানি হলো- নভি মুম্বাইভিত্তিক ফ্লাক্স মেরিটাইম এলএলপি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনভিত্তিক বিএসএম মেরিন এলএলপি, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং তাঞ্জাভুরভিত্তিক কসমস লাইনস ইনকরপোরেটেড।

খবরে বলা হয়েছে, এই ৪টি কোম্পানির মধ্যে ৩টি ইরানি তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনে জড়িত জাহাজের বাণিজ্যিক বা প্রযুক্তিগত ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে। একারণে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপর কোম্পানিটিকে ইরানি পেট্রোলিয়াম পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।