শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 
নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান আইটি ও সফটওয়্যার সংশ্লিষ্টদের সমন্বয়ে আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন (বিএটিসি) নামে আত্মপ্রকাশ ঘটেছে নতুন আইটি সংগঠন।
সম্প্রতি নিউ ইয়র্কের জামাইকায় অবস্থিত মেহমান রেস্টুরেন্টে এক সাধারণ সভায় সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মিজান চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আহমেদ সোহেল। এই কার্যকরী কমিটির অন্যান্য সদস্য হলেন-  সিনিয়র সহ সভাপতি ড মোহাম্মদ মোহাম্মদ শফি চৌধুরী, সহ সভাপতি মাহফুজ রহমান ও রায়ান তাজ, যুগ্ম সম্পাদক রাশেদুল আলম (রিমেল) ও সাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ তোরিকুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রকল্প ব্যবস্থাপক মো. রাব্বি (আরমান), মিডিয়া ও প্রচার সম্পাদক মো. আজাদ, সদস্যপদ বিষয়ক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সংগীত সাহা, মোহাম্মদ আনিসুর রহমান, মো. সামদানি, মো. আব্দুল করিম ।
সংগঠনের উদ্যোক্তারা জানান, বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক প্রসারে ইউরোপ-আমেরিকা সহ সারা বিশ্বেরই চোখ এখন আইটি খাতে। এরই ধারাবাহিকতায় আমেরিকার বিভিন্ন স্বনামধন্য আইটি সেক্টরে কাজ করা অসংখ্য বাংলাদেশী আমেরিকান আইটি ও সফটওয়্যার বিশেষজ্ঞরা এখন এই খাতে বাংলদেশের সম্ভাবনার দরজা আরও ব্যাপক পরিসরে উন্মোচনের জন্য গভীর আগ্রহ নিয়ে এগিয়ে এসেছে। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশী বংশোদ্ভুত আইটি বিশেষজ্ঞ গ্লোবাল ফিন্যান্সিয়াল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব নেটওয়ার্ক মিজান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বাংলাদেশী আইটি প্রতিষ্ঠান আইডাটাকোর ইমফোটেকের সিইও ও নিউইয়র্কের বোর্ড অব এডুকেশনে কর্মরত সিনিয়র আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেলসহ অন্যান্য আইটি বিশেষজ্ঞদের নিয়ে আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন (বিএটিসি) নামে এ আইটি সংগঠন গঠন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটি বিশেষজ্ঞ ও কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আহমেদ সোহেল। সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি মিজান চৌধুরী। অনুষ্ঠানে উপিস্থিত অতিথিরা বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে সংযোগ গড়ে তোলার জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। যেখানে তারা আইসিটি ক্ষেত্রে একে অপরের সঙ্গে সহযোগিতা, মেন্টরশিপ ও অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে তারা নিকট ভবিষতে একটি আইটি ওয়ার্কশপ আয়োজনের ব্যাপারেও মতামত ব্যাক্ত করেন। পাশাপাশি কমিউনিটির স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা তাদের আইডিয়া উপস্থাপন করতে পারবেন এবং আইটি বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত পাবেন।