সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:১২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সাবওয়ের ট্রেনে এক মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মূলধারার মিডিয়ায় এটি সারাদিন ছিল আলোচিত খবর। এমটিএ তথ্য জানায়, ম্যানহাটনের থার্টি ফোর স্ট্রিট, হেরাল্ড স্কয়ার সাবওয়ে স্টেশনে ডাব্লিউ ট্রেনের ভেতরে প্রসব বেদনা উঠলে বুধবার সকাল সাড়ে ১১টায় সেখানেই এক মা সন্তান জন্ম দেন। এসময় চারপাশের যাত্রীরা জড়ো হয়ে তাকে সহযোগিতা করে ভালোবাসার নতুন এক নজির স্থাপন করলেন। এটি তার প্রথম সন্তান। ভিড়ের মধ্যে কেউ একজন ফোন করে অ্যাম্বলেন্সে খবর দিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ বছর বয়সী মহিলাটি ট্রেনে থাকা অবস্থায় পাশের অন্য যাত্রীদের সতর্ক করে বলতে থাকেন যে তিনি সন্তান জন্ম দিতে চলেছেন। প্রথমে এটি কেউ বিশ্বাসই করছিলেন না। ট্রেনের এক যাত্রী ব্রায়ানা ব্রাউন বলেন, মহিলা চিৎকার করতে শুরু করেন, ‘আমি গর্ভবতী’! আমার সন্তান হতে চলেছে।’ ট্রেনটি যখন থার্টি ফোর স্ট্রিট হেরাল্ড স্কয়ার সাবওয়ে স্টেশনে পৌঁছায়, তখন তার সহযাত্রীরা চালককে স্টেশনে ট্রেনটি দাঁড় করাতে বলেন। একজন মহিলা চালককে গিয়ে বলেন, ট্রেন সরাবেন না। ট্রেন চালাবেন না। একজন মহিলা এই মুহূর্তে ট্রেনের ভেতর সন্তান প্রসব করছেন। সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যে এটা সত্যি সত্যি কোন ঘটনা’ বললেন ব্রাউন।
মহিলার সহযাত্রীরা মহিলার প্রসব কাজে সাহায্য করছিলেন। ঘটনার ভিডিওতে ট্রেনের মেঝেতে মাকে দেখা গেছে এবং যাত্রীরা নবজাতককে ধরে রেখেছে। নবজাতক একটি মেয়ে শিশু। ট্রেনের আরেক যাত্রী রিলে অ্যালেন বলেন, জন্মের পর তিনি শিশুটির কান্নার শব্দ শুনতে পান। তারা জিজ্ঞাসা করছিল, ‘কারো কাছে কি কাঁচি আছে? ট্রেনে কারো কাছে কি কাঁচি আছে? ’ কারণ ট্রেন তখনও চলছিল। আমি বললাম, ‘আমার কাছে একটি পকেটের ছুরি আছে’ অ্যালেন বলল। বেশ কয়েকজন মহিলা এগিয়ে এসে অ্যালেনের ছুরি দিয়ে শিশুটির নাভির কর্ড কেটে মাকে সাহায্য করেন। ক্রিচলো জানিয়েছেন, মা ও নবজাতককে ভালো অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা রোমাঞ্চিত যে মা এবং বেবি দুজনেই ভাল আছেন। নিউইয়র্ক সাবওয়েতে এমন ঘটনা খুব একটা ঘটেনি।