শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

বাফেলোতে বাংলাদেশী যুবক গ্রেফতার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৫ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 
 
নিউইয়র্কের বিভিন্ন এলাকায় আইস-এর অভিযান জোরদার করা হয়েছে। অভিযানের প্রথম সপ্তাহে জ্যাকসন হাইটস এলাকার বাসা থেকে বাংলাদেশি এক যুবককে গ্রেফতার করা হয়। গত সোমবার শামীম নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয় ফেলাডেলফিয়ায় তার বাড়ি থেকে। এর পরই গত মঙ্গলবার বাফেলো থেকে বাংলাদেশী যুবককে গ্রেফতার করা হয় বলে জানা যায়। নিউইয়র্ক সিটিতে ২ জন, ফিলাডেলফিয়াতে ১ জন, বাফেলোতে একজন এবং আটলান্টাতে একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
জেনেসি ও হারলেম কর্ণারে স্পিডওয়ে গ্যাস স্টেশন থেকে রানা নামের ওই যুবককে সকাল ৮ টায় ইমেগ্রেশন পুলিশ গ্রেফতার করে। তার গ্রামের বাড়ী বাংলাদেশের নোয়াখালীতে। রানার এ্যাসাইলাম মামলা চলমান রয়েছে। তবে তার কোন ওয়ার্কপারমিট ছিল না। এ্যাসাইলাম রিজেক্ট হওয়ার পর নতুন করে আপিল করেছেন বলে জানা যায়। তার এক আত্মীয় জানিয়েছেন, রানার বিষয়ে এর্টনীকে কাজ করছে। ধারণা করা হচেছ রানাকে ফোন ট্রাকিংয়ের মাধ্যমে গ্যাস স্টেশন লোকেশন থেকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা ইস্ট ডেলিভান সংলগ্ন। বর্তমানে সে ইনডিপেনডেন্ট কট্রাক্টর হিসেবে কাজ করছে। বাফেলোতে ইতিমধ্যে বিভিন্ন দেশের বেশ কয়েকজন আনডকুমেনটেড ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবার প্রথম কোন বাংলাদেশী গ্রেফতার হলেন।
এটর্নীরা জানিয়েছেন, গ্রেফতার হলে কোন মিথ্যা তথ্য দেয়া থেকে বিরত থাকুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আনডকুমেনটেড গ্রেফতার অভিযানের মধ্যে এ পর্যন্ত ৫ জন বাংলাদেশী গ্রেফতারের খবর পাওয়া গেছে।