সোমবার   ১১ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৬ ১৪৩২   ১৬ সফর ১৪৪৭

আমার একমাত্র লক্ষ্য ‘আমেরিকা ফার্স্ট’: ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে আমেরিকা স্বর্ণযুগে পা দিয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় শপথের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হয়েছে। এখন থেকে সামনের দিনগুলোতে আমাদের দেশ আরও সমৃদ্ধ ও সম্মানজনক অবস্থানে উঠে আসবে। আমার একমাত্র লক্ষ্য হবে, ‘আমেরিকা ফার্স্ট’।

যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার করে ট্রাম্প বলেন, আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে, নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে এবং ফিরিয়ে আনা হবে ন্যায়বিচার। আমরা একটি গর্বিত, সমৃদ্ধশালী ও স্বাধীন জাতি তৈরি করার লক্ষ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছি। এর মধ্যে রয়েছে, আমেরিকার দক্ষিণ সীমান্তে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত। এ দুই  সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করার কথা বলেন তিনি।

তিনি বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে যে ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো হবে। সেই সঙ্গে আমার ‘রিমেইন ইন মেক্সিকো’ বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি পুনরায় কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে। মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হবে নির্বাহী আদেশে।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘এলিয়েনস এনিমিস অ্যাক্ট অব ১৭৯৮’ পুনর্বহাল করা হবে। এ আইনের মধ্য দিয়ে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যগুলো ‘যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি গ্যাংগুলো’ দমনে সর্বশক্তি প্রয়োগ করতে পারবে।