বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৯ ১৪৩২   ১৯ সফর ১৪৪৭

ফের নিজেদের যুদ্ধবিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৯ এএম, ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

আবারও নিজেদের যুদ্ধবিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান নিজেদের গুলিতে বিধ্বস্ত হওয়ার তিনদিন পর এমন ঘটনা ঘটলো। সামরিক সূত্রের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, অল্পের জন্য ফাইটার জেটিটি বেঁচে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রণতরি 'ট্রুম্যান'-এ অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এফ/এ-১৮ সুপার হর্নেট মডেলের একটি যুদ্ধবিমান। এ সময় ভুলবশত ক্রুজার থেকে 'এসএম-২' মডেলের একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমাটির ৩০ মিটারের মধ্যে চলে আসে।

সূত্রের বরাতে ফক্স নিউজ বলছে, এটি ছিল একটি ট্যাঙ্কার ক্রুজার, প্রায় ১০ মাইল দূরে অবতরণের জন্য ফিরছিল। ক্ষেপণাস্ত্রটি গাইডিং ছিল বলে জেটটিতে আঘাত হানার প্রায় তিন সেকেন্ড আগে পাঞ্চ আউট করা গেছে।

সূত্রটি আরও বলেছে, নৌবাহিনীর পাইলটরা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ক্ষেপণাস্ত্র ক্রুজারের ক্রুদের 'অপর্যাপ্ত প্রশিক্ষণ' নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, গত ২২ ডিসেম্বর ভোরের দিকে এফ/এ-১৮ হর্নেট মডেলেরই আরেকটি বিমানকে ভুলবশত ক্রুজার থেকে গুলি ছোড়া হয়। পরে বিমানটি বিধ্বস্ত হলেও দুই পাইলট বেঁচে যান।