মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

দেড় হাজার সাজাপ্রাপ্ত আসামীকে ক্ষমা করলেন বাইডেন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৮ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার


 
একদিনে ১৫০০ অপরাধীর সাজা ক্ষমা করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একদিনে এতো বিপুল সংখ্যক অপরাধীর সাজা মওকুফ করার ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এবারই প্রথম। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের দেয়া এই বিবৃতিটি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
হোয়াইট হাউজ জানিয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তারা বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ছিলেন। অনেকে ‘মারিজুয়ানা’ গ্রহণের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহ পর এই ঘোষণা দেওয়া হলো।
হোয়াইট হাউজ বিবৃতিতে আরও বলেছে, বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।