বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

শপথ নিলেন গাজী

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রবীণদের অধিকাংশই জায়গা হারিয়েছেন, নতুন মন্ত্রিসভায় অর্ধেকেরও বেশি আসছে নতুন মুখ।

নতুন মন্ত্রিসভায় যে ৪৭ জনের নাম এসেছে, তাদের ২৭ জন এবারই প্রথম মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন। এছাড়া ২০০৯ সালের মন্ত্রিসভার চারজনকেও আবার ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা।

নারায়ণগঞ্জের সাংসদ গোলাম দস্তগীর গাজী পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা গাজী গ্রুপের মালিক, যাদের বিভিন্ন ব্যবসার পাশাপাশি টেলিভিশন চ্যানেলও রয়েছে।

ইতিমধ্যে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। বিকাল ৪ টায় নতুন মন্ত্রিসভায়  ৪৭ জনের  এই শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।