শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

ইমিগ্রেশন নিয়ে আতংকিত না হবার পরামর্শ মঈন চৌধুরীর

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৫ এএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার


 
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আতংকিত না হবার পরামর্শ দিয়েছেন এটর্নি মঈন চৌধুরী। তিনি বলেছেন, ট্রাম্প নির্বাচিত হবার পর বৈধ ও অবৈধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, যাদের কেস পেন্ডিং রয়েছে তাদের আতংকিত হবার কোন কারন নেই। যাদের বিরুদ্ধে ডির্পোটেশন অর্ডার রয়েছে তাদের গ্রেফতার করে ফেরত পাঠাতে পারে। তা বর্তমান আইনেও বিদ্যমান। কোন বড় ধরনের অপরাধে সাজা না হলে গ্রীন কার্ডও বাতিল হবার ভয় নেই। তাই কমিউনিটির মধ্যে অহেতুক ভীতি ছড়ানো হচ্ছে। ভয়কে জয় করে ইমিগ্রান্টদের এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার ২১ নভেম্বর জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় তার সাথে ছিলেন আমিন মেহেদি, এডভোকেট নাসির উদ্দীন ও তরিকুল ইসলাম মিঠু।
তিনি বলেন, জন্ম নিলে আর নাগরিকত্ব নয় এমন আইন এখনও পাস হয় নি। আমেরিকার মাটিতে জন্ম নিলে নাগরিক তা সংবিধানের ১৪তম এমেন্ডমেন্টের অধিকার। ট্রাম চাইলেই তা বাতিল করতে পারেন না।