রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ২ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

১৮ সেপ্টেম্বর ট্রাম্পের সাজা ঘোষণা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১২ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রোববার


 
 
ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির মামলায় ৩৪টি অপরাধে দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাজা ঘোষণা হবে আগামী ১৮ সেপ্টেম্বর। তার কারাদন্ড কিংবা বড় আকারের অর্থদন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ট্রাম্পের আইনজীবীরা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর তার সাজা ঘোষণার জন্য আদালতকে অনুরোধ জানান। কিন্তু আদালত সে আবেদন গ্রহণ করেনি। এছাড়া এই অর্থ মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তর করার জন্য ট্রাম্পের আইনজীবীরা যে প্রস্তাব করেন গত বুধবার একজন ফেডারেল বিচারক তাও প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য গত মে মাসে ম্যানহাটান আদালত ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির মামলায় ৩৪টি অপরাধের দায়ে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে।
ট্রাম্পকে আরও দুটি মামলায় অভিযুক্ত করা হয়েছে। মামলার শুনানিকালে প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।