মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

কমালা হ্যারিসই মার্কিন প্রেসিডেন্ট হবেন: বারাক ওবামা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৬ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার


   
 
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট কনভেনশনের দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণ ছিলেন বারাক ওবামা। তার ভাষণে ওবামা এবং তার স্ত্রী মিশেল হ্যারিসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, কমালা হ্যারিসই আগামী মার্কিন প্রেসিডেন্ট হবেন।
বারাক ওবামা তার ভাষণে বলেন, 'কমালা হ্যারিস নতুন কাজের জন্য প্রস্তুত। তিনি তার জীবনের বেশিরভাগ সময় সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে বড় ব্যাংক ও কলেজগুলির বিরুদ্ধে লড়াই করে তিনি কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য ফেরত আনতে সক্ষম হয়েছেন। যখন বাড়ি বন্ধক সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল, তখন তিনি আমার প্রশাসনকে উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেন।'
ওবামা আরও উল্লেখ করেন, 'যদি আমরা সবাই আগামী ৭৭ দিন কঠোর পরিশ্রম করি, তাহলে আমরা কমালা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে পারব।'
সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করে ওবামা বলেন, 'আমাদের এমন নেতার প্রয়োজন, যিনি আমেরিকাকে উন্নতির দিকে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটি নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সমান অধিকার ও স্বাধীনতার প্রতি বিশ্বাসী দেশ গঠন করতে পারব।'
ওবামা মন্তব্য করেন, 'একজন ৭৮ বছর বয়সী ধনকুবের, যিনি প্রতিদিন অভিযোগ করেন এবং চক্রান্তের কথা বলেন, তা কমালা হ্যারিসের কাছে পরাজিত হওয়ার ভয়ে।'
ওবামা অভিযোগ করেন, 'ডোনাল্ড ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। তিনি মনে করেন, দেশটি 'আমরা' এবং 'ওরা'-তে বিভক্ত। এটি রাজনীতির একটি পুরোনো কৌশল, যা সফল হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরও চার বছর সময় দিতে পারি না।'
তিনি আরও বলেন, 'ডেমোক্র্যাটদের কাছে স্বাধীনতার অর্থ হলো, কর্মীরা যেন পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারে, পরিচ্ছন্ন পানি পান করতে পারে, তাদের সন্তানকে ভালো স্কুলে পাঠাতে পারে এবং তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে থাকতে পারে। কমালা হ্যারিস এবং তার রানিংমেট টিম ওয়ালজও এই বিশ্বাসে অভ্যস্ত।'