প্রয়াত রনজিত কুমারকে উৎসর্গ করে ‘দাগ’ এর বিশেষ চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২১ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
সদ্য প্রয়াত কবি, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রনজিত কুমারকে উৎসর্গ করে ‘দাগ আর্ট স্টেশন’ এর দুই দিন ব্যাপী বিশেষ জল রং চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি।
এর আগে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও তাঁর বাইরের মোট ১৪ জন চিত্রশিল্পী ‘দাগ আর্ট স্টেশন’ কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালার বাছাইকৃত মোট ৩০টি চিত্রকলা নিয়ে বিশেষ এই জল রং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিলো শিল্পী রাজিব শীলের তৈরি রনজিত কুমারের একটি চিত্রকর্ম।
চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সংগীতের প্রতিষ্ঠাতা শিল্পী অমল আকাশ, শিল্পী খন্দকার নাছির আহাম্মদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিল্টন আনোয়ার, কবি আরিফ বুলবুল, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের শিক্ষিকা কৃতি কণিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলল পরাগ প্রমুখ।
আয়োজকদের মধ্য থেকে শিল্পী খন্দকার নাছির আহাম্মদ প্রদর্শনী সম্পর্কে বলেন, ‘প্রয়াত কবি, সংগঠক রনজিত কুমারের প্রদর্শিত পথেই আমরা এখানে। নারায়ণগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান অনেক। তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। আমাদের দুই দিন ব্যাপী এই বিশেষ প্রদর্শনী তাকে উৎসর্গ করেই। দাগ আর্ট স্টেশনের সৃষ্টিই হয়েছিলো মূলত নারায়ণগঞ্জের সকল চিত্র শিল্পী রয়েছেন তাদের গ্রুমিংয়ের জন্য।’
তিনি আরও বলেন, ‘শিল্পীদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাই পর্যাপ্ত নয়। তাই আমরা তাদের কাজের মান আরো উন্নত করার জন্য দাগ আর্ট স্টেশনের মাধ্যমে বিভিন্নভাবে প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করা হয়। আমরা দেখলাম তাদের কাজের মান অনেকটাই নিম্ন এবং তাদের আউটিং এর মাধ্যমে কাজ শেখার প্রয়োজন আছে। তাই আমরা মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে আউটিং ও কর্মশালা করি। ওই কর্মশালায় শিল্পীদের কাজ নিয়েই আজকের এই বিশেষ প্রদর্শনী।’
