নবনির্বাচিত ৫ এমপিকে সংবর্ধনা দিবে মহানগর আ’লীগ
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনেই মহাজোটের ৫ প্রার্থী বিজয়ী হয়েছেন। ইতিমধ্যে নবনির্বাচিত ৫ এমপি শপথ গ্রহণ করেছেন। নবনির্বাচিত এই ৫ এমপিকে সংবর্ধনা দিবে মহানগর আওয়ামীলীগ। আগামী ২৫ জানুয়ারি নগরীর ডিআইটি চত্বরে বিকেল ৩টায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ আয়োজনের ঘোষণা দেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় মহানগর আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, মাসুদুর রহমান খসরু, রোকন উদ্দিন আহম্মেদ, ওসমান গণি, গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, জি এম আরাফাত, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. আতিকুজ্জামান সোহেল সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘নারায়ণগঞ্জের ৫টি আসনের মহাজোটের নব-নির্বাচিত ৫ এমপিকে মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। আগামী ২৫ জানুয়ারি ডিআইটি চত্বরে বিকেল ৩টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে প্রাথমিকভাবে ৫ এমপিই অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নবনির্বাচিত সাংসদ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নবনির্বাচিত সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নবনির্বাচিত সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নবনির্বাচিত সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নবনির্বাচিত সাংসদ একেএম শামীম ওসমান।