রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ২ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

যুক্তরাষ্ট্রে বেকার ভাতাপ্রাপ্তদের সংখ্যা আড়াই বছরে সর্বোচ্চ

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার

যুক্তরাষ্ট্রে বেকার ভাতা পাওয়া মানুষের সংখ্যা আড়াই বছরের মধ্যে এখন সর্বোচ্চ। দেশটির শ্রমবাজারের চাঙা ভাব কমতে শুরু করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বেকার ভাতার আবেদন করা মানুষের সংখ্যা বেড়েছে।

দেশটির সেবা খাতের কর্মসংস্থান গত সাত মাসের মধ্যে এ নিয়ে ছয় মাস কমেছে। জুন মাসের এক পরিসংখ্যানে এমনটাই দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব সার্ভিস এমপ্লয়মেন্ট বা আইএসএম সেবা খাতের যে পিএমআই সূচক প্রণয়ন করে তাতে দেখা গেছে, জুন মাসে এই সূচকের মান চার বছরের মধ্যে সর্বনিম্ন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত জুন মাস জুড়ে প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন করা মানুষের সংখ্যা বেড়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, মে মাসের শেষ দিকে মেমোরিয়াল ডের ছুটির কারণে সমন্বয়জনিত সমস্যা ও কিছু রাজ্যে বেকার ভাতাজনিত বিধি পরিবর্তনের কারণে এমনটা হয়েছে।

তবে অর্থনীতিবিদেরা মনে করছেন, বিষয়টি স্রেফ বিধিবিধান পরিবর্তনের কারণে নয়। তাঁরা বিশ্বাস করেন, শ্রমবাজারের চাঙা ভাব কমে আসছে।