মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করছে নিউইয়র্ক

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৩ জুন ২০২৪ রোববার

অত্যাধিক হারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এমন পরিস্থিতিতে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাগাম টেনে ধরছে নিউইয়র্ক প্রশাসন। ১৯ জুন বৃহস্পতিবার রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এই সংক্রান্ত নতুন এক বিলে সই করেছেন।

নতুন এই বিল অনুযায়ী, পিতামাতারা সন্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্টের ওপর লিমিট সেট করতে পারবেন। সন্তান কি ধরনের কনটেন্ট দেখতে পারবেন তার নিয়ন্ত্রণের সুযোগ পাবেন অভিভাবকরা। প্রতিদিন মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত শিশুরা কেবল ১৮ বছরের নিচের উপযোগী কনটেন্টগুলোই দেখতে পারবেন।

জানা গেছে, বিলটি নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ব্যবহারকারীর বয়স এবং পিতামাতার সম্মতি যাচাই করার প্রক্রিয়া নির্ধারণের জন্য নিয়ম তৈরি করবেন। নিয়ম চূড়ান্ত হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্থাগুলো তা বাস্তবায়নের জন্য ১৮০ দিন সময় পাবেন।

এদিকে রাজ্যের গভর্নরের এমন বিল সইয়ের পর থেকে পক্ষে-বিপক্ষে নানান মন্তব্য আসছে। অভিভাবকরা বিলটিকে সাদরে গ্রহণ করলেও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান এর বিপক্ষে কথা বলছেন। নেটচয়েস নামে একটি প্রযুক্তি শিল্প বাণিজ্য গোষ্ঠী এই আইনটিকে অসাংবিধানিক বলে সমালোচনা করেছেন। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল কাউন্সেল কার্ল সাজাবো একটি বিবৃতিতে বলেছেন, এই আইন নিউইয়র্ক রাজ্যের বাকস্বাধীনতা এবং উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারের ওপর একটি বাধা।

এদিকে অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মতে এই সিদ্ধান্ত শিশুদের জন্য উপকারী হবে। এর মাধ্যমে শিশুদের শারীরিক এবং মানিসিক ঝুঁকি কমবে। হোকুল বলেন, আমরা আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি। আমরা সংস্থাগুলোকে এখন বলতে পারবো আপনাদের এটি করার অনুমতি দেওয়া হয়নি। পিতামাতার উচিত তাদের সন্তানদের জীবন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে বলা উচিত। আমরা আশা করি এই বিল শিশুদের অনেক সময় বাঁচিয়ে দিবে, তাদের ভুল চিন্তাভাবনা কমিয়ে দিবে।

এর আগে,গত সপ্তাহে হোকুল রাজ্যের স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহারের বিষয়ে কড়াকড়ির বিষয় সমনে আনেন। মূলত রাজ্যের শিশুদের মানসিক স্বাস্থ্যোর অবনতি হওয়া থেকে রক্ষা করতে এমন পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গবেষণায় দেখা গেছে বাচ্চারা দিনে গড়ে ৩ ঘন্টা বা তার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায়। যা তাদের উদ্বেগ এবং বিষণ্নতার ঝুঁকি দ্বিগুণ হয়। গড়ে কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়াতে দিনে প্রায় ৪.৮ ঘন্টা ব্যয় করেন। যা তাদের মূল্যবান সময় নষ্ট করছে।