বৈধতা পাবেন ১০ লাখ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৩ এএম, ২২ জুন ২০২৪ শনিবার

বাইডেনের এসাইলাম নীতি ঘোষণা
রিপাবলিকানদের প্রত্যাখ্যান
নির্বাচনের বছরে সীমিত আকারে এসাইলামের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ১০ লাখ কাগজপত্রহীন অভিবাসী বৈধতা পাবেন। স্বপ্নের আমেরিকায় তাদের নাগরিকত্ব লাভের পথ উন্মোচিত হবে। এই এসাইলামের আওতায় পড়বেন ১০ বছরের অধিক সময় ধরে যারা যুক্তরাষ্ট্রে বাসবাস করছেন, অবৈধভাবে আছেন কিন্তু আমেরিকান নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং ডাকা রিসিপিয়েন্টসরা। জুলাই নাগাদ এর কার্যক্রম শুরু হবে। গত মঙ্গলবার ১৮ জুন হোয়াইট হাউজ থেকে ইস্যু করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন এ ঘোষণা দেন। এতে প্রেসিডেন্ট বাইডেন রিপাবলিকান পার্টিকে দোষারোপ করে বলেন, কংগ্রেসে রিপাবলিকান সদস্যদের কারণে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও ভঙ্গুর ইমিগ্রেশন ব্যবস্থাকে ঠিক করা যাচ্ছে না। জাতীয় এই ইস্যুতে তারা দলীয় সংকীর্ণতার পরিচয় দিচ্ছে।
প্রেসিডেন্টের ঘোষণায় বলা হয়, কাগজপত্রহীন ইমিগ্রান্টদের যুক্তরাষ্ট্রে বসবাস গত ১৭ জুন সোমবার পর্যন্ত ন্যূনতম ১০ বছর হতে হবে, থাকতে হবে নিয়মিত ট্যাক্স প্রদানের রেকর্ড। ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। আমেরিকানদের বৈবাহিক সূত্রে আবদ্ধরা এখনই গ্রীন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ৩ বছর পূর্ণ হলেই নাগরিকত্ব লাভের সুযোগ পাওয়া যাবে।
ইমিগ্রেশন এডভোকেটরা বলছেন, প্রেসিডেন্টের এ ঘোষণা একটি ‘সীমিত আকারের এসাইলাম’। এতে ১০ লাখ অবৈধ বা কাগজপত্রহীন অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন। ডাকার অধীনে যুক্তরাষ্ট্রে অবৈধ বাবা মায়ের সাথে আসা ৬০ হাজার যুবক যুবতী ভিসা ও গ্রীনকার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাদের গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে। এর সাথে তারা কোন কোম্পানীতে কাজ করছেন এমন প্রত্যায়ন পত্র থাকতে হবে। তাদেরকে হাই স্কিল্ড ওয়ার্কার হিসেবে বিবেচনা করা হবে। ইস্যু করা হবে টেম্পোরারী ভিসা। একটি নির্দিষ্ট সময়ের পর গ্রীনকার্ডের জন্য তারা আবেদন করতে পারবেন।
হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের অভিবাসন আদেশকে বাতিল করার জন্য আদালতে যাবেন। আদালত বাইডেনের আদেশকে বাতিল ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এসোসিয়েশনের নির্বাহী পরিচালক বেন জনসন বলেছেন, এই ঘোষণা আমেরিকান পরিবারগুলির এবং ব্যবসার চাহিদা পূরণে একটি সাহসী পদক্ষেপ। ১২ বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা’র ডাকা কর্মসূচির মতো এটিও লাখ লাখ ইমিগ্রান্টের ভাগ্য পরিবর্তন করবে।