বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

`মারাত্মক` ভুল গণনা করছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি রাশিয়ার

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সোমবার বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেন ওয়াশিংটনের দেয়া অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র ‘মারাত্মক পরিণতির’ সম্মুখীন হতে পারে। রিয়াবকভ রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমোদনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করছিলেন। 

‘আমি আমেরিকান নেতাদের ভুল গণনার বিরুদ্ধে সতর্ক করতে চাই যা মারাত্মক পরিণতি হতে পারে। অজানা কারণে, তারা যে তিরস্কার পেতে পারে তার গুরুত্বকে তারা অবমূল্যায়ন করে,’ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ রিয়াবকভকে উদ্ধৃত করে বলেছে। তিনি গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্যের উল্লেখ করেছেন, যিনি বলেছিলেন যে, ন্যাটো দেশগুলো আগুন নিয়ে খেলছে এবং একটি গভীর বৈশ্বিক সংঘাতের ঝুঁকি নিচ্ছে। 

‘আমি এই পরিসংখ্যানগুলো নিয়ে (মার্কিন যুক্তরাষ্ট্রে) ... তাদের কিছু সময় ব্যয় করার জন্য অনুরোধ করছি, যা তারা দৃশ্যত কোনও ধরণের ভিডিও গেমগুলিতে ব্যয় করে, তাদের পদ্ধতির দ্বারা বিচার করে,’ রিয়াবকভ বলেছেন, পুতিন ‘খুবই তাৎপর্যপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন এবং এটিকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব সহকারে নেয়া উচিত’। পুতিন বলেন, রাশিয়ার গভীরে আঘাত হানতে ইউক্রেনের যে কোনো অস্ত্রের ব্যবহারে পশ্চিমারা সরাসরি জড়িত থাকবে, কারণ এ ধরনের হামলার জন্য তার স্যাটেলাইট, বুদ্ধিমত্তা এবং সামরিক সাহায্যের প্রয়োজন হবে। 

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ গত সপ্তাহে বলেছিলেন যে, ন্যাটোর ইউক্রেনকে তার আত্মরক্ষার নিজস্ব অধিকার সমুন্নত রাখতে সহায়তা করার অধিকার রয়েছে এবং এটি ন্যাটোকে সংঘাতের একটি পক্ষ করেনি। সূত্র: রয়টার্স।