শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৩ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একজন নিহত

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ৩ জুন ২০২৪ সোমবার

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের অ্যাক্রনে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার সকালে একটি পার্টিতে এই গুলির ঘটনা ঘটে।

সন্ধ্যায় অ্যাক্রনের পুলিশ প্রধান ব্রায়ান হার্ডিং বলেন, এক জন্মদিনের অনুষ্ঠানে আসা ২০০ জন রাস্তায় নেমে আসেন। সেটি নিয়ে প্রতিবেশীরা অভিযোগও করে। একটা সময় গুলির আওয়াজ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে হয়ে হতাহতদের উদ্ধার করে।

এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ প্রধান বলেন, সেখানে গুলির খোসা পাওয়া গেছে। তবে হামলাকারীকে শনাক্ত করা যায়নি। জানা গেছে, হামলাকারী ২৭ বছরের একজন যুবক।