বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

হুথি ত্রুজ মিসাইল ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৫ মে ২০২৪ শনিবার

মধ্যপ্রাচ্যের সামরিক তৎপরতার দায়িত্বে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তারা দাবি করেছে, তার সফলভাবে ইয়েমেনের হুথিদের সর্বশেষ ক্রুজ মিসাইল শুক্রবার ধ্বংস করে দিয়েছে। 

সেন্টকম দাবি করে যে, স্থল থেকে হামলা করা এই ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন ও তার জোটের যুদ্ধজাহাজ এবং বানিজ্যিক জাহাজের জন্য  হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে এবং সেখানকার মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েল ও তার অপরাধের দোসর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি-আনসারুল্লাহ যোদ্ধারা।

শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার হুথি সমথর্ক সমবেত হয়ে হুথির প্রতিরোধ আক্রমন এবং গাজার জনগণের লড়াইয়ের প্রতি সংহতি প্রকাশ করেন।