মন্ত্রিত্বের দৌড়ে ৩ এমপি
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এবার আলোচনায় নতুন সরকারের মন্ত্রিসভা। শনি রবিবারের মধ্যে ঘোষণা হতে পারে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম। নতুন সরকারের মন্ত্রিসভাকে ঘিরে নারায়ণগঞ্জে রয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। কারা পেতে যাচ্ছেন মন্ত্রিসভায় স্থান। স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসন আমলে বার বার মন্ত্রিত্ব বঞ্চিত নারায়ণগঞ্জ থেকে এবার দাবি উঠেছে মন্ত্রিসভায় স্থান দেয়ার। আলোচনায় এগিয়ে আছেন নারায়ণগঞ্জ থেকে নৌকা নিয়ে নির্বাচিত তিন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু।
আলোচনায় বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান আওয়ামী লীগের তিন বারের সংসদ সদস্য শামীম ওসমান রয়েছেন সবার উপরে। দেশব্যাপি আলোচিত তৃনমূল আওয়ামী লীগের কর্মীদের কাছে ব্যাপক জনপ্রিয় শামীম ওসমান প্রথম ১৯৯৬ সালে প্রথম বারের মত নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বিএনপির সিরাজুল ইসলাম কে পরাজিত করে। নিজের সাংগঠনিক শক্তি ও সংসদে বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে আওয়ামী পরিবারে আলোচনায় আসেন তিনি।
পরবর্তীতে রাজাকার গোলাম আজমসহ সকল রাজাকারকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা, লং মার্চে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেয়া, টানবাজার পতিতাপল্লি উচ্ছেদ করে তিনি দেশব্যাপি আলোচনায় আসেন। এই সময় তিনি নিজ আসনে দেশের আসন ভিত্তিক সর্বোচ্চ বাজেট ২৬০০ কোটি টাকার কাজ করেন।
এরপর ২০১৪ সালে আবারও আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এইসময় তিনি মোট ৭৪০০ কোটি টাকার কাজ করেন। ২২ বছর ধরে জলাবদ্ধতায় ডিএনডি বাঁধে বন্ধী ২০ লাখ মানুষকে মুক্ত করতে হাতে নেন প্রকল্প। প্রতিদানে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী থেকে তিন লাখ ১৬ হাজার ৫৫৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে আওয়ামীলীগের শাসন আমলে যতবার মন্ত্রীসভা গঠন কিংবা পুনর্গঠন হয়েছে প্রতিবার শামীম ওসমান মন্ত্রী হচ্ছেন বলে গুঞ্জন উঠে কিন্তু নিরাশ হতে হয় নারায়ণগঞ্জবাসীকে। এবার তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের দাবি নেত্রী এবার নিশ্চয় নারায়ণগঞ্জবাসীর দাবিকে মূল্যায়ন করে শামীম ওসমানকে মন্ত্রী পরিষদে স্থান দিবেন।
স্বাধীনতা যুদ্ধের ক্র্যাক প্লাটুনের সদস্য বীর প্রতীক গোলাম দস্তগীর গাজীও রূপগঞ্জ থেকে সরাসরি জনগণের ভোটে পর পর তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। যুদ্ধের পর দেশ গঠনের অংশ হিসেবে স্বাধীন দেশে ব্যবসা বাণিজ্যে মনযোগী হন। গড়ে তোলেন দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসায়িক গ্রুপ গাজী গ্রুপ। ব্যবসায়ী থেকে প্রথম বার ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুরদস্তুর রাজনীতিবিদ বনে যান। ২০১৪ সালে জেলার আরও ৪ টি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য হলেও তিনি সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হন। সফল ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীও পেতে পারেন এবারের মন্ত্রিসভায় স্থান।
এদিকে মন্ত্রিসভায় স্থান পেতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুনজরে থাকার চেষ্টা করছেন নারায়ণগঞ্জ ২ আসনের পরপর তিন বারের সাংসদ নজরুল ইসলাম বাবু। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একাদশ নির্বাচনে জয়লাভের পর দেখা করেন রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে নেতা-কর্মীরা যে মানবঢাল তৈরি করেছিলেন, সেই মানবঢালে ছিলেন নজরুল ইসলাম বাবু। নেত্রী মনে রেখেছিলেন তাঁর এই অবদান তাই মনোনয়ন পেয়ে প্রথবার ২০০৮ সালে বিএনপির বদরুজ্জামান খসরুকে পরাজিত করে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরপর তিনবারের সাংসদ ও নেত্রীর প্রাণ বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করা নজরুল ইসলাম বাবু ও পেতে পারেন এবারের মন্ত্রিসভায় স্থান।