দোষী সাব্যস্ত হলে জেল-জরিমানা
৩১ লাখ ট্যাক্স প্রতারক চিহ্নিত
মনোয়ারুল ইসলাম
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১১ এএম, ১৮ মে ২০২৪ শনিবার

৩১ লাখ ট্যাক্স প্রতারককে চিহ্নিত করে তাদের ফাইলে রেডফ্লাগ ছাপ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বেশি ট্যাক্স রিটার্নের প্রত্যাশায় তারা মিথ্যা তথ্য দিয়ে ট্যাক্স ফাইল করেছিলেন। অডিট শেষে দোষী সাব্যস্ত হলে তাদের কমপক্ষে ৫ হাজার ডলার জরিমানা হতে পারে। এমনকি তারা দন্ডনীয় অপরাধের বিচারের (ক্রিমিনাল প্রেসিকিউশন) মুখোমুখি হতে পারে। এতে ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠানগুলিও ফেঁসে যেতে পারে। সন্দেহভাজন ট্যাক্স ফাইলারের কাছে ট্যাক্সেও কাগজপত্র প্রস্তুতকারীর স্বাক্ষর সম্বলিত ডক্যুমেন্টসও চাওয়া হচ্ছে। এতে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) খতিয়ে দেখছে ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠান অসত্য বা ভূয়া তথ্য দিয়ে তার গ্রাহককে অতিরিক্ত অর্থ পাওয়াতে সহায়তা করেছে কিনা। তা প্রমাণিত হলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে।
গত মঙ্গলবার ১৪ মে আইআরএস কমিশনার ডেনিয়েল ওয়েরফেল এ তথ্য প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, অনেক সময় সোশ্যাল মিডিায়া স্ক্যামাররাও বেশি ট্যাক্স পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রচারণা চালিয়েছে। সাধারণ মানুষকে তারা ‘ট্রিক্স’ করেছে। যাকে বলা হচ্ছে ‘উইন্ডফল ট্যাক্স রিটার্ন’। ২০২৩ সালের ট্যাক্স ফাইলে রেকর্ড সংখ্যক আমেরিকান সঠিক সময়ে ট্যাক্স রিটার্নের অর্থ পাননি। যাদেরকেই সন্দেহ হয়েছে তাদের ফাইলই আটকে রেখে স্ক্রুটিনী করেছে আইআরএস। এতে অনেকেই রিটার্ন দেরিতে পেয়েছেন।
কুইন্সের জ্যাকসন হাইটসের একজন সিপিএ জানিয়েছেন, এ বছর আড়াই হাজার ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স তিনি ফাইল করেছেন। এতে প্রতি ১০ জনের একজন ট্যাক্স রিটার্ন বিলম্বে পেয়েছেন। অনেকে এখনও পাননি। বরং ডকুমেন্টস পাঠানোর জন্য অনেকে আইআরএস-এর কাছ থেকে চিঠি পাচ্ছেন। কার্যত তাদের ফাইলে রেড এলার্ট সংযোজিত হয়েছে। ট্যাক্স ফাইলে রিটার্ন ক্লেইম করতে গিয়ে যে সব তথ্য তারা দিয়েছেন তার ডকুমেন্টস এখন পাঠাতে হবে। আইআরএস-এর কাছে সন্তোষজনক মনে হলে কেসটির নিষ্পত্তি হবে এবং সংশ্লিষ্টরা ট্যাক্স রিটার্ন পাবেন। এই ট্যাক্স প্রিপারা বলেন, কমিউিনিটির অধিকাংশ কাস্টমারই আমাদের পরিচিত। তাদের মৌখিক কথা বিশ্বাস করে আমরা ট্যাক্স ফাইল করে দিই। ফরম ১০৪০তে স্বাক্ষরও করি। কিন্তু তাদের অসততার জন্য খড়গ আমাদের উপরও নেমে আসে। যেমন, একজন উবার বা ট্যাক্সি ড্রাইভার তেল, টোল ও গাড়ি মেরামতের জন্য অস্বাভাবিক খরচ দেখালে আমরা তাদের কথা বিশ্বাস করে অনেক সময় তা বসিয়ে দেই।
আইআরএস-এর তথ্যানুসারে, ট্যাক্স ফাইলে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও টেক্সাস অঙ্গরাজ্যে। যেখানকার বড় একটি অংশ ইমিগ্রান্ট কমিউনিটি। আর অনেকেই ট্যাক্স ফাইল করে থাকেন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাকটর হিসেবে। অনেকে ‘সিক ও ফ্যামিলি লিভ’ ক্রেডিট দাবি করেছেন ২০২৩ সালেও। অথচ এই ক্রেডিট প্রযোজ্য ছিল করোনাকালীন সময়ে ২০২০ ও ২০২১ সালের ট্যাক্স ইয়ারে। এই ক্রেডিট পেতে তারা ব্যববহার করছেন ফরম ৭২০২। আইআরএস ট্যাক্স ফাইলে এই ফরম দেখার সাথে সাথে তাতে ‘রেড ফ্লাগ’ লাগিয়ে দিচ্ছে।